কিছু iPhone 14 প্লাসের রিয়ার ক্যামেরায় সমস্যা দেখা গিয়েছে, দেখে নিন কোন কোন হ্যান্ডসেট এটির অধীনস্ত

অ্যাপেল কোম্পানীর iPhone 14 প্লাসের গ্রাহকরা বিনামূল্যে সার্ভিস প্রোগ্রামটির সুবিধা নিতে পারবেন

কিছু iPhone 14 প্লাসের রিয়ার ক্যামেরায় সমস্যা দেখা গিয়েছে, দেখে নিন কোন কোন হ্যান্ডসেট এটির অধীনস্ত

Photo Credit: Apple

The rear camera issue affects some iPhone 14 Plus units manufactured between 2023 and 2024

হাইলাইট
  • অ্যাপেল বলেছে,কিছু iPhone 14 প্লাসের রিয়ার ক্যামেরা ইউনিটটি সমস্যার সম
  • iPhone 14 Pro,iPhone 14 Pro Max, এবং iPhone 14 ইউনিটগুলি প্রভাবিত নয়
  • অ্যাপেল কোনও অতিরিক্ত খরচ ছাড়াই যোগ্য iPhone 14 Plus ইউনিটগুলিকে সার্ভ
বিজ্ঞাপন

Apple-কোম্পানী রিয়ার ক্যামেরার সমস্যার জন্য একটি সার্ভিস প্রোগ্রাম ঘোষণা করেছে,যেটি কিছু iPhone 14-এর মধ্যে দেখা গিয়েছিল এবং এটি 12মাস সময়ের মধ্যে তৈরি করা হয়েছে।কোম্পানী ঘোষণা করেছে যে,আক্রান্ত ডিভাইসগুলি বিনামূল্যে যেকোনো Apple অনুমোদিত সার্ভিস প্রদানকারীদের কাছে সার্ভিসিং করানো যাবে এবং গ্রাহকরা তাদের হ্যান্ডসেটগুলো প্রভাবিত হয়েছে কিনা জানার জন্য কোম্পানিকে তাদের সিরিয়াল নম্বর দিয়ে যাচাই করতে পারবে।অন্যদিকে যেসব ব্যাবহারকারীরা হ্যান্ডসেটটির রিয়ার ক্যামেরাটি ঠিক করার জন্য অর্থপ্রদান করেছেন তারা কোম্পানীর সাথে যোগাযোগ করলে সেই অর্থ ফেরত পাবে।

অ্যাপেল, iPhone 14-এর রিয়ার ক্যামেরার সমস্যার জন্য একটি সার্ভিস প্রোগ্রাম শুরু করছে:

কোম্পানী নিজেদের একটি পৃষ্ঠায় উল্লেখ করেছে যে, তাদের কিছু সংখ্যক iPhone 14 প্লাসের রিয়ার ক্যামেরার মধ্যে একটি সমস্যা দেখা গিয়েছে,যেখানে রিয়ার ক্যামেরাটিতে একটি প্রীভিউ দেখাচ্ছে না। অ্যাপেল কোম্পানীর মতে যেইসব iPhone 14 প্লাস হ্যান্ডসেটগুলো 2023সালের 10এপ্রিল থেকে 2024 সালের 28এপ্রিল পর্যন্ত উৎপাদিত হয়েছিল,সেই হ্যান্ডসেটগুলোতে এই সমস্যা দেখা দিতে পারে।

যেসব গ্রাহকদের কাছে iPhone 14 Plus আছে,তারা অ্যাপলের নিজস্ব ওয়েবসাইটে তাদের ফোনের সিরিয়াল নম্বর দিয়ে,ফোনটি এই সমস্যায় প্রভাবিত কিনা দেখতে পারবেন এবং বিনামূল্যে সেটি সার্ভিসিং করাতে পারবেন।কোম্পানী বলেছে যে,এই সার্ভিস প্রোগ্রামটি ক্ষতিগ্রস্ত ইউনিটগুলির জন্য উপলব্ধ,সেটি কেনার তিন বছর পর্যন্ত কার্যকরী থাকবে।

কিভাবে অ্যাপেলের iPhone 14 প্লাসের সার্ভিস প্রোগ্রামের যোগ্যতা দেখা যাবে!

iPhone 14 প্লাসের সিরিয়াল নম্বর খোঁজার ক্ষেত্রে, ব্যাবহারকারীরা সেটিং অ্যাপ খুলে General এবং পরে About-এ টিপবেন। কিছুক্ষণ সিরিয়াল নম্বরটি টিপে রাখার ফলে ডিসপ্লেতে একটি কপি শর্টকার্ট দেখা যাবে, ব্যাবহারকারীরা ওয়েবসাইটে লেখাটি পেস্ট করতে পারবেন এবং iPhone 14 Plus-এর সার্ভিস প্রোগ্রামটি দেখতে পারবেন।

অ্যাপেলের সমর্থিত নথিতে বলা হয়েছে যে,যেসব গ্রাহকদের iPhone 14 প্লাসের ইউনিটটি ক্ষতিগ্রস্ত হয়ে আছে,তাদের রিয়ার ক্যামেরা সার্ভিসটি বাধাপ্রাপ্ত হয়, যেমন- ভাঙ্গা রিয়ার গ্লাস প্যানেল,সেক্ষেত্রে সবার আগে এই সমস্যাগুলি সমাধান করতে হবে।কোম্পানী বলেছে যে,এইসমস্ত অতিরিক্ত মেরামতের জন্য অর্থপ্রদান করতে হবে।

কোম্পানীর ওয়েবসাইটের মতে,যেসমস্ত গ্রাহকরা ইতিমধ্যেই iPhone 14 প্লাসের রিয়ার ক্যামেরা সার্ভিসিংয়ের জন্য অর্থপ্রদান করছেন তারা কোম্পানীর সাথে যোগাযোগের মাধ্যমে সেটি ফেরত পেতে পারেন। Gadgets 360 যাচাই করতে পেয়েছে যে,2023সালের ডিসেম্বরে কেনা একটি iPhone 14 Plus প্রভাবিত সিরিয়াল নম্বর রেঞ্জের মধ্যে ছিল না।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Tecno Spark Go 3 ভারতে মাত্র 8,999 টাকায় হাজির, সিম ছাড়াই কথা বলা যাবে ফোনে!
  2. 369 টাকায় 84 দিনের ভ্যালিডিটি, 42GB ডেটা ও আনলিমিটেড কলিং, সস্তার প্ল্যানে Jio এর বাজিমাত
  3. 16GB র‍্যাম ও 50MP কোয়াড ক্যামেরার সাথে Motorola Signature এর ভারতীয় লঞ্চ তারিখ ঘোষণা হল
  4. iQOO Z11 Turbo: কম দামে 200MP ক্যামেরা ও 7600mAh ব্যাটারির দুর্দান্ত ফোন লঞ্চ করল iQOO
  5. Oppo A6c খুব সস্তায় বাহুবলী ব্যাটারির সাথে লঞ্চ হল, ফোন থেকে চার্জ হবে অন্য ফোনও
  6. YouTube Shorts: বাচ্চাদের ইউটিউব আসক্তি কমাতে পদক্ষেপ, ভিডিও দেখার সময় বেঁধে দিতে পারবে বাবা-মা
  7. দাঁত বলে দেবে আপনি কতদিন বাঁচবেন! জাপানের গবেষণায় চমকে দেওয়ার মতো দাবি
  8. iPhone 15: একলাফে 14,500 টাকা দাম কমল iPhone 15-এর, এমন বিপুল ছাড় কোথায়
  9. এক বছর রিচার্জ ভুলে যান, Airtel এর এই প্ল্যানে 365 দিন যত খুশি কলিং, দিনে 2GB ডেটা, ও ফ্রি OTT
  10. Motorola Signature স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, প্রিমিয়াম ক্যামেরার সাথে দুর্ধর্ষ ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »