Flipkart ও Amazon ক্রেতাদের জন্য নির্বাচিত কার্ডে 10 শতাংশ অতিরিক্ত ইনস্ট্যান্ট ছাড় দিচ্ছে।
iPhone 17 সিরিজ লঞ্চের পর iPhone 16-এর দাম কমেছিল
Flipkart-এর Big Billion Days এবং Amazon-এর Great Indian Festival সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে। উৎসবের মরসুমকে কেন্দ্র করে আয়োজিত দেশের সবচেয়ে বড় দুই ই-কমার্স সংস্থার মেগা সেলে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, ওয়াশিং মেশিন, ফ্রিজ, ভ্যাকুয়াল ক্লিনার, টিভি, ক্যামেরা সহ বিভিন্ন বৈদ্যুতিন পণ্য বাজারের থেকে অনেক সস্তায় বিক্রি হচ্ছে। আকর্ষণীয় ছাড়ের পাশাপাশি, ব্যাংক অফার, এক্সচেঞ্জ ডিল, কুপন ডিসকাউন্টের মাধ্যমে আরও বেশি সাশ্রয় করা যাচ্ছে। যারা পুজোর আগে কম দামে Apple-এর আইফোন কিনতে চান, তাদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে ফ্লিপকার্ট ও অ্যামাজন।
iPhone 14 ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে ব্যাংক ডিসকাউন্ট অর্ন্তভুক্ত করে মাত্র 39,999 টাকায় কিনতে পারবেন। 2022 সালের সেপ্টেম্বরে আইফোনের এই মডেলটির 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ভারতে লঞ্চ হয়েছিল 79,990 টাকায়। অর্থাৎ, ফেস্টিভ সিজন সেলে দাম প্রায় অর্ধেকে নেমে আসছে। ফোনটিতে 6.1 ইঞ্চি সুপার রেটিনা OLED ডিসপ্লে, Apple A15 Bionic প্রসেসর, 12 মেগাপিক্সেল + 12 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, IP68 জলরোধী রেটিং রয়েছে।
128 জিবি স্টোরেজ সহ iPhone 15 অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে বিক্রি হচ্ছে 46,999 টাকায় । ক্রেতারা এসবিআই ডেবিট, ক্রেডিট কার্ড এবং ক্রেডিট কার্ড ইএমআই লেনদেনে 10 শতাংশ তাৎক্ষণিক ছাড় পেতে পারেন। এই দুটি অফার মিলিয়ে দাম 44,000 টাকারও নীচে নেমে এসেছে। 2023 সালে লঞ্চ হওয়ার সময়, বেস ভেরিয়েন্টের দাম 79,900 টাকা ছিল।
iPhone 17 সিরিজ লঞ্চ হওয়ার পরপরই iPhone 16 মডেলটির দাম কমিয়ে 69,900 টাকায় আনা হয়েছিল। প্রতিবেদন লেখার সময়, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে ফোনটি 53,999 টাকায় বিক্রি হচ্ছে। আবার অ্যাক্সিস ব্যাংক ও আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহারকারীরা 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন। অর্থাৎ 51,299 টাকায় কেনার সুযোগ মিলবে।
iPhone 16 Pro ফ্লিপকার্টে 74,999 টাকায় লিস্টেড আছে। তবে নির্বাচিত ব্যাংকর ক্রেডিট কার্ডে 5,000 টাকা ডিসকাউন্ট থাকার ফলে, 69,999 টাকায় পকেটস্থ করতে পারবেন। জানিয়ে রাখি, লঞ্চের সময় iPhone 16 Pro এর দাম 1,19,900 টাকা থেকে শুরু হয়েছিল। অর্থাৎ সমস্ত অফার ধরে ডিসকাউন্টের অঙ্ক 50,000 টাকা।
iPhone 16 Pro Max ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেলে 89,999 টাকায় কেনার সুযোগ মিলছে। এটি বেস স্টোরেজ ভেরিয়েন্টের দাম৷ লঞ্চের সময় বেস 256 জিবি মডেলটির দাম 1,44,900 টাকা ছিল। সমস্ত অফার ধরে ফ্ল্যাট ডিসকাউন্টের অঙ্ক 55,000 টাকা। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন ব্ল্যাক টাইটানিয়াম, ডেজার্ট টাইটানিয়াম, ন্যাচারাল টাইটানিয়াম, ও হোয়াইট টাইটানিয়াম রঙে পাওয়া যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন