iPhone 16 Available with up to Rs 17,000 Discount
Photo Credit: Apple
Apple iPhone 16 কেনার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য ভাল খবর রয়েছে। আইফোনের এই মডেলটি 2024 সালের সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল। প্রিমিয়াম স্মার্টফোনটির দাম এর মধ্যেই প্রায় 17,000 টাকা কমেছে। ফলে যারা ফেস্টিভ সেলে ফোন কিনতে পারেননি, তাদের সামনে সুবর্ণ সুযোগ। আবার ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে প্রায় 5,500 টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এক বছর পুরনো হলেও iPhone 16 এখনও সমান জনপ্রিয় বলা চলে। এতে সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, 48 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, IP68-স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা, অ্যালুমিনিয়াম ফ্রেমের মতো ফিচার আছে।
iPhone 16 গত বছর সেপ্টেম্বরে 79,900 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল। এটি 128 জিবি অনবোর্ড স্টোরেজে ভ্যারিয়েন্টের দাম ছিল। ফোনটি বর্তমানে ফ্লিপকার্টে 62,990 টাকায় লিস্টেড থাকতে দেখা গেছে। অর্থাৎ, প্রায় ফ্ল্যাট 17,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ও ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডে সরাসরি কিনলে (নন-EMI) 5,520 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। সমস্ত অফার মিলিয়ে প্রায় 22,500 টাকা সাশ্রয়ের সুযোগ।
আবার Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে নো-কস্ট EMI অপশন পাওয়া যাচ্ছে। 12 মাসের প্ল্যান নিলে 5,242 টাকা মাসিক কিস্তি দিতে হবে। এছাড়াও, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডে EMI স্কিমে কিনলে 1,500 টাকা অতিরিক্ত ছাড় মিলবে। 24 মাসের প্ল্যানে নিলে মাসে মাসে 2,992 টাকা খরচ হবে। হ্যান্ডসেটটি ব্ল্যাক, পিঙ্ক, টিল, হোয়াইট, এবং আল্ট্রামেরিন কালার অপশনে উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.