Samsung, LG এবং BOE আসন্ন iPhone 17e এর জন্য OLED ডিসপ্লে প্যানেল সরবরাহ করবে।
Photo Credit: Apple
iPhone 16e launched in February, 2025
iPhone 17 সিরিজ সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল। iPhone 17, iPhone 17 Pro, এবং iPhone 17 Pro Max এর পাশাপাশি, সম্পূর্ণ নতুন ডিজাইনের আল্ট্রা স্লিম iPhone Air মডেল এনেছিল মার্কিন টেক জায়ান্টটি। ইতিমধ্যেই ফোনগুলি জনপ্রিয় হয়েছে। এখন হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দুতে iPhone 17e। আইফোনের এই বাজেট ফ্রেন্ডলি মডেল 2026 সালের প্রথমার্ধে বাজারে আসতে পারে। এটি পূর্বসূরী iPhone 16e এর তুলনায় একাধিক আপগ্রেড আনবে। যার মধ্যে উল্লেখযোগ্য হল ডিজাইন৷ এটি সামনের দিক থেকে যেমন iPhone 17 এর মতো দেখতে লাগবে, তেমনই ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে তুলতে প্রিমিয়াম ফিচার যুক্ত হতে পারে।
iPhone 17e আগামী বছর ডাইনামিক আইল্যান্ড ও আরও পাতলা বেজেলযুক্ত ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে। 2025 সালের শুরুতে বাজারে আসা iPhone 16e মডেলে পুরনো নচ ডিজাইন আছে। কারণ Apple মূলত তাদের প্রিমিয়াম সিরিজে বৈশিষ্ট্যটি সীমাবদ্ধ রাখে। যার ফলে iPhone 15, 16, এবং iPhone 17 সিরিজের বেস ও প্রো ভ্যারিয়েন্টগুলি ছাড়া বাজেট ফ্রেন্ডলি মডেলে ডাইনামিক আইল্যান্ড অনুপস্থিত।
কিন্তু কোরিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, প্রিমিয়াম এবং আকর্ষণীয় করে তুলতে iPhone 17e থেকে নচ ডিজাইন বাদ পড়তে পারে। আরও জানা গিয়েছে, Samsung ও LG এবং BOE আসন্ন সাশ্রয়ী দামের আইফোনের জন্য ডিসপ্লে প্যানেল সরবরাহ করবে।
আইফোন 17e মডেলটির ডিসপ্লে প্যানেল iPhone 15 এর মতো 6.1 ইঞ্চি হওয়ার সম্ভাবনা। বেজেলও আগের সংস্করণের তুলনায় অনেক পাতলা হতে পারে। রিপোর্টে বলা হয়েছে, এটি LTPS OLED হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপগ্রেড হিসেবে ডাইনামিক আইল্যান্ড যুক্ত হবে। ফলে সামনের দিক থেকে iPhone 17 সিরিজের মতো দেখতে লাগবে।
iPhone 17e আগামী বছর মে মাসের মধ্যে লঞ্চ হতে পারে। এতে iPhone 17 মডেলের মতো A19 প্রসেসর ব্যবহার করতে পারে Apple। ছবি ও ভিডিও তোলার জন্য, ফোনটির পিছনে 48 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা থাকতে পারে। সামনে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা দেখা যেতে পারে।
জানিযে রাখি, iPhone 16e গত ফেব্রুয়ারি মাসে ভারতে এসেছে। লঞ্চ হওয়ার সময় বেস 128 জিবি ভার্সনের দাম ছিল 59,900 টাকা। ফোনটিতে সুপার রেটিনা XDR OLED স্ক্রিন রয়েছে যা 1,170 x 2,532 পিক্সেল রেজোলিউশন, 60 হার্টজ রিফ্রেশ রেট, ও HDR10 অফার করে। এটি Apple A18 Bionic প্রসেসর দ্বারা চালিত। এতেও 48 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Flipkart Buy Buy 2025 Sale Date Announced; Discounts on iPhone 16, Samsung Galaxy S24, and More Expected