সেপ্টেম্বর মাসে নতুন iPhone লঞ্চ করবে Apple। তার আগেই একাধিক রিপোর্টে নতুন iPhone-এর স্পেসিফিকেশান ও ফিচার সম্পর্কে খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি এক রিপোর্টে নতুন iPhone-এর দাম জানা গেল।
এই বছরে তিনটি আলাদা iPhone লঞ্চ করবে Apple। এর মধ্যে একটি OLED ডিসপ্লে সহ iPhoneX নতুন জেনারেশান, একটি 6.5 ইঞ্চি OLED ডিসপ্লে iPhone ও একটি 6.1 ইঞ্চি LCD ভেরিয়েন্টের iPhone। TrendForce নামে এক গবেষণা সংস্থা এই তিনটি নতুন iPhone-এর দাম প্রকাশ করেছে। 699 মার্কিন ডলার (49,000 টাকা) থেকে 999 মার্কিন ডলারের (70,100 টাকা) মধ্যে এই ফোনগুলি কেনা যাবে। 6.1 ইঞ্চি LCD ডিসপ্লের iPhone –এর দাম হবে 699 মার্কিন ডলার থেকে 749 মার্কিন ডলারের (52,600 টাকা) মধ্যে। এটি এই বছর লঞ্চ হওয়া সবথেকে কম দামের iPhone। 6.1 ইঞ্চি LCD ডিসপ্লের এই iPhone-এ 3GB RAM আর 64GB/256GB স্টোরেজ সহ ফেস আইডি ফিচার থাকবে।
iPhone X এর বড় ভাই 5.8 ইঞ্চি OLED ডিসপ্লের নতুন iPhone এর দাম হবে 899 মার্কিন ডলার (63,100 টাকা) থেকে 949 মার্কিন ডলারের (66,600 টাকা) মধ্যে। সবথেকে দামি 6.5 ইঞ্চি OLED ডিসপ্লের iPhone-এর দাম হমে 999 মার্কিন ডলার।
ছবি সৌজন্য: TrendForce
TrendForce এর রিপোর্টে দাবি করা হয়েছে নতুন iPhone এর সাথেই নতুন Apple Pencil সামনে আনবে Apple। এর আগেও একাধিক রিপোর্টে 2018 সালে iPhone-এর সাথে Apple Pencil লঞ্চ হওয়ার খবর পাওয়া গিয়েছিল। TrendForce রিপোর্টে জানানো হয়েছে 512GB স্টোরেজ ভেরিয়েন্টে OLED ডিসপ্লের iPhone লঞ্চ করা হতে পারে। এছাড়াও জানানো হয়েছে দুটি OLED ডিসপ্লের iPhone-এই 4GB RAM থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন