জনপ্রিয়তা তলানিতে, মুখ থুবড়ে পড়েছে iPhone XR

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 নভেম্বর 2018 16:49 IST
হাইলাইট
  • মোট 10 কোটি iPhone XR বিক্রির লক্ষ্যমাত্রা রেখেছিল Apple
  • 3 কোটি কমিয়ে মোট 7 কোটি ফোন তৈরীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে
  • Huawei Mate 20 সিরিজের তিনটি ফোন iPhone XR বিক্রি কমিয়েছে

ভারতে iPhone XR এর দাম শুরু হচ্ছে 76,900 টাকা থেকে

এই বছর তিনটি নতুন iPhone লঞ্চ করেছিল Apple। এর মধ্যে সবথেকে কম দামে লঞ্চ হয়েছিল iPhone XR। ভারতে এই ফোনের দাম শুরু হচ্ছে 76,900 টাকা থেকে। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে প্রত্যাশা থেকে প্রায় 3 কটি কম iPhone XR তৈরী করবে Apple।

লঞ্চের আগে এই বছর মোট 10 কোটি iPhone XR বিক্রির লক্ষ্যমাত্রা রেখেছিল Apple। কিন্তু বিক্রির বহর দেখে মোট iPhone XR তৈরীর লক্ষ্যমাত্রা 3 কোটি কমিয়ে মোট 7 কোটি ফোন তৈরীর সিদ্ধান্ত নিয়েছে কুপারটিনোর কোম্পানিটি। সম্প্রতি লঞ্চ হয়েছে Huawei Mate 20 সিরিজের তিনটি ফোন। এই রিপোর্টে বলা হয়েছে এই ফোনগুলি বিশ্বব্যাপী iPhone XR বিক্রি কমিয়েছে।

64GB স্টোরেজের iPhone XR এর দাম 76,900 টাকা। 128GB ও 256GB ভেরিয়েন্টে iPhone XR কিনতে খরচ হবে 81,900 টাকা ও 91,900 টাকা।

iPhone XR এ থাকবে লেটেস্ট iOS 12 অপারেটিং সিস্টেম। এর সাথেই iPhone XR এ থাকবে ডুয়াল সিম স্ট্যান্ড বাই। iPhone XR এ থাকবে একটি 6.1 ইঞ্চি LCD ডিসপ্লে। সাথে থাকবে ট্রু ডেপ্ত ল্যামেরা আর Face ID। তবে iPhone XR ত্থেকে বাদ গিয়েছে থ্রি ডি টাচ।

iPhone XR এর ভিতরে রয়েছে নতুন 6 কোর A12 বায়োনিক চিপ। যা আগের থেকে 15 শাতাংশ ফাস্ট। লেটেস্ট 7Nm আর্কিটেকচারে তৈরী  হয়েছে এই প্রসেসার। কোম্পানির দাবি এটি এই মুহুর্তে সবথেকে শক্তিশালী মোবাইল প্রসেসার।

64GB, 128GB ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে iPhone XR। iPhone XS ও iPhone XS Max তে স্টেনলেস স্টিল বডি থাকলেও iPhone XR এ থাকবে অ্যালুমিনিয়াল বডি।

iPhone XR এ থাকবে সিঙ্গেল রিয়াল ক্যামেরা সিস্টেম। এই ক্যামেরায় থাকবে একটি 12MP প্রাইমারি সেন্সার। ফোনের সামনে থাকবে একটি ট্রু ডেপ্ত ফ্রন্ট ক্যামেরা। এর সাথেই থাকবে একাধিক ফেস আনলক সেন্সার। iPhone XR এর ডিসপ্লের উপরেই থাকবে কালো নচ। এই নচের নীচে থাকবে ফ্রন্ট ক্যামেরা ও একাধিক সেন্সার। iPhone XR  তে থাকবে Face ID।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, iPhone, Ming Chi Kuo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. HMD Fusion 2 ফিরিয়ে আনছে মডিউলার ফোনের যুগ, 108MP ক্যামেরায় তুলবে সেরা ছবি
  2. মনস্টার 7,800mAh ব্যাটারি ও চাম্পিয়ন প্রসেসর সহ দুর্ধর্ষ OnePlus ফোন সোমবার লঞ্চ হচ্ছে
  3. Realme-এর 7000mAh ব্যাটারি ও 120W ফাস্ট চার্জিং ফোন 7,000 টাকা সস্তা হল!
  4. Oppo Reno 15 ও Reno 15 Pro আসছে 200MP ক্যামেরার সঙ্গে, রেনো সিরিজের ইতিহাসে প্রথম!
  5. Zoho Pay: ফোনপে, পেটিএম-কে টেক্কা দিতে আসছে স্বদেশি UPI পেমেন্ট অ্যাপ জোহো পে
  6. 39,999 টাকা দামের Samsung স্মার্টফোন 16,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে, অফার মিস করলে পস্তাবেন
  7. Vivo X300 সিরিজ DSLR-এর মতো ক্যামেরা নিয়ে শীঘ্রই ভারতে আসছে
  8. Redmi K90 সস্তায় প্রিমিয়াম ফোন কেনার স্বপ্নপূরণ করতে লঞ্চ হল, কম দামে দুর্দান্ত ফিচার্স
  9. Redmi K90 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, Bose-এর সাউন্ড ও দুর্ধর্ষ ফিচার্সে করল বাজিমাত
  10. OnePlus আনছে 8,000mAh ব্যাটারির সুপারফোন! লঞ্চ হবে 2025 সালের শেষে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.