iQOO 15 features a triple rear camera setup
iQOO 15 অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার ভারতে লঞ্চ হয়েছে। এটি সংস্থার প্রথম ফোন যা Qualcomm-এর ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা পরিচালিত। iQOO 15 একঝাঁক প্রিমিয়াম ফিচার্সের সঙ্গে এসেছে। ফোনটিতে 144 হার্টজ ডিসপ্লে, 8,000 স্কোয়ার মিলিমিটার ভ্যাপার চেম্বার (VC) কুলিং সিস্টেম, 100x জুম ক্যামেরা, ডুয়াল-অ্যাক্সিস ভাইব্রেশন মোটর, IP68 + IP69 স্তরের জল ও ধুলোরোধী ক্ষমতা, 7,000mAh ব্যাটারি, ওয়্যারলেস ফাস্ট চার্জিং, আলট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং NFC-এর মতো ফিচার্স রয়েছে। চলুন ফোনটির দাম সহ খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।
iQOO 15 স্মার্টফোনের 6.85 ইঞ্চি M14 8T LTPO ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন, 6,000 নিট পিক ব্রাইটনেস, 3,200 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং ডলবি ভিশন সমর্থন করে। ডিসপ্লেটি TÜV Rheinland ফ্লিকার-ফ্রি, লো ব্লু লাইট, ও গেমিং আই প্রোটেকশন সার্টিফায়েড, ফলে চোখের সুস্থতা বজায় থাকবে। এতে অ্যান্টি রিফ্লেকশন কোটিং রয়েছে, যার ফলে সূর্যের নিচে অথবা উজ্জ্বল আলোয় ডিসপ্লে দেখতে অসুবিধা হবে না।
এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। ফটোগ্রাফি সিস্টেমটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম ও 100x ডিজিটাল জুম সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
ফোনটি Android 16-ভিত্তিক OrigionOS 6 কাস্টম সফটওয়্যারে চলে। এটি পাঁচটি Android আপগ্রেড (Android 21) এবং সাত বছর সিকিউরিটি আপডেট পাবে। আইকু 15 স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরে রান করে৷ এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x Ultra র্যাম এবং সর্বোচ্চ 512 জিবি UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসটিতে 100W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ 7,000mAh ব্যাটারি রয়েছে।
iQOO 15 এর দাম ভারতে 72,999 টাকা থেকে শুরু। বেস মডেলে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ আছে। অন্য দিকে, 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 79,999 টাকা। তবে লঞ্চ উপলক্ষ্যে কোম্পানি 7,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট ও 1,000 টাকা কুপন ডিসকাউন্ট দিচ্ছে। এর ফলে দুই স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 64,999 টাকা এবং 71,999 টাকায় নেমে আসবে।
স্মার্টফোনটি লেজেন্ড (সাদা) ও আলফা ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। এটি পয়লা ডিসেম্বর Amazon থেকে সবাই কিনতে পারবে। তবে প্রায়োরিটি পাস হোল্ডার বা যারা অগ্রিম বুক করেছিলেন, তারা নভেম্বর 27 কিনতে পারবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.