iQOO 15 স্মার্টফোনে 2K Samsung Everest AMOLED ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হবে। নতুন স্ক্রিনটি আরও বেশি উজ্জ্বলতা, সঠিক রঙ প্রদর্শন, এবং উচ্চ কনট্রাস্ট অফার করবে। স্ক্রিনে আলোর প্রতিফলনও কম হবে। ফোনটি সর্বোচ্চ 6,000 নিট ব্রাইটনেস সাপোর্ট করবে। এতে বাজারের সবচেয়ে বড় 8K ভেপার চেম্বার কুলিং সিস্টেম মিলবে।