iQOO 15 কোয়ালকমের নতুন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা পরিচালিত। ফোনটিকে ফ্ল্যাগশিপ কিলার এবং গেমিং ফোন উভয়ের ট্যাগ দেওয়া যায়।
Photo Credit: iQOO
iQOO 15 is powered by Snapdragon 8 Elite Gen 5 Soc
iQOO 15 যে নভেম্বরে ভারতে আসতে পারে, তা আগেই নিশ্চিত করা হয়েছিল। ফ্ল্যাগশিপ ফোনটি এবার কোন তারিখে এ দেশে লঞ্চ হবে, তার ইঙ্গিত পাওয়া গেল। আইকু ইন্ডিয়ার CEO নিপুন মারিয়া তাঁর X (সাবেক টুইটার) পোস্টে আভাস দিয়েছেন, হ্যান্ডসেটটি আগামী নভেম্বর 27 ভারতে আত্মপ্রকাশ করতে পারে। উল্লেখ্য, iQOO 15 কোয়ালকমের নতুন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা পরিচালিত। ফোনটিকে ফ্ল্যাগশিপ কিলার এবং গেমিং ফোন উভয়ের ট্যাগ দেওয়া যায়। চাইনিজ মার্কেটে লঞ্চ হওয়ার এক সপ্তাহও পেরোয়নি। এতে 144 হার্টজ ডিসপ্লে, 8000 বর্গ মিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, Q3 গেমিং চিপ, 7,000mAh ব্যাটারি, ও IP68 + IP69 রেজিস্ট্যান্স আছে।
iQOO 13 গত বছর ডিসেম্বরের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল। কিন্তু এই বছর Android ফোন নির্মাতারা তাদের ফ্ল্যাগশিপ মডেলগুলো আগেই বাজারে এনেছে। যে কারণে অন্যান্য মার্কেটেও লঞ্চের তারিখ এগিয়ে এসেছে, যেমন Xiaomi 17 সিরিজ সেপ্টেম্বরের শেষে লঞ্চ হয়েছে। Vivo X300 লাইনআপ, Oppo Find X8 সিরিজ, Realme GT 8 সিরিজ অক্টোবর মাসেই বাজারে এসেছে। iQOO 15 ফোনটির চাইনিজ ও ভারতীয় ভেরিয়েন্টে বড় কোনও পার্থক্য থাকবে না বলে মনে করা হচ্ছে।
আইকু 15 ফ্ল্যাগশিপের চীনা মডেলে 6.85 ইঞ্চি LTPO অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন, 6,000 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, এবং DC ডিমিং সাপোর্ট করে৷ এটি স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরে রান করে৷ 16 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ 1 টিবি অনবোর্ড স্টোরেজ সাপোর্ট আছে। গ্রাহকদের দুর্দান্ত গেম খেলার অভিজ্ঞতা দিতে কোম্পানি নয়া ফোনে নিজস্ব Q3 গেমিং চিপ ব্যবহার হয়েছে৷
iQOO 15-এর পিছনের অংশে তিনটি ক্যামেরা রয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স এবং 3x টেলিফটো লেন্স ও 100x ডিজিটাল জুম সহ একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা অফার করে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনের দিকে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
নতুন ফ্ল্যাগশিপ ফোনটিতে 100W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ 7,000mAh ব্যাটারি রয়েছে। এতে Android 16 নির্ভর OriginOS 6.0 প্রি-ইনস্টলড করা আছে। এছাড়াও, RGB লাইটিং, এনএফসি, স্মার্ট বাইপাস চার্জিং, ফুল-সিন রে ট্রেসিং, 3D আলট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ও ইনফ্রারেড ব্লাস্টার সহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার্স বর্তমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Researchers Use AI to Predict Storm Surges Faster and More Accurately
Accused Now Streaming On OTT: Know Where to Watch This Tamil Drama Movie Online