iQOO 13 স্মার্টফোনে Snapdragon 8 Elite প্রসেসর আছে
Photo Credit: iQOO
বর্তমানে যে আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো নিয়ে বাজারে চর্চা চলছে, তার মধ্যে অন্যতম iQOO 15। আইকু-র নতুন প্রিমিয়াম হ্যান্ডসেটের একাধিক তথ্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যেমন এতে 7,000mAh বা তার বেশি ক্যাপাসিটির ব্যাটারি, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, অ্যান্টি-রিফ্লেকশন স্ক্রিন কোটিং, বিশাল ভেপার চেম্পার কুলিং সিস্টেম থাকবে। এখন iQOO 15-এর আরও একটি বিশেষত্ব ফাঁস হয়েছে। ফোনটির পিছনের অংশে কালার চেঞ্জিং বা রঙ পরিবর্তনকারী প্যানেল থাকবে বলে জানা গিয়েছে। গিকবেঞ্চের লিস্টিং অনুযায়ী, হ্যান্ডসেটটি 12 জিবি র্যাম (বেস মডেল) এবং লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেমে চলবে।
স্প্যারোস নিউজ ইউটিউবে একটি 19 সেকেন্ডের শর্টস আপলোড করেছে। সেখানে হাতে ধরে থাকা অবস্থায় iQOO 15-এর ব্যাক প্যানেল দেখানো হয়েছে। পিছনে নিচের দিকের কিছুটা অংশকে রঙ পরিবর্তন করতে দেখা গিয়েছে। এটি ভিউয়িং অ্যাঙ্গেল বা দেখার কোণ অনুযায়ী ধূসর (গ্রে) থেকে গোলাপি (অরেঞ্জ) আভায় রূপান্তরিত হয়। তবে এমন রঙ-বদলানো প্রভাব তৈরি করতে ঠিক কী উপকরণ ব্যবহার করা হয়েছে, তা এখনো জানা যায়নি।
ফোনটির নিচের দিকে iQOO ব্র্যান্ডিং লক্ষ্য করা গিয়েছে। যেহেতু অক্টোবরে লঞ্চ হওয়ার সম্ভাবনা, তাই শীঘ্রই এই হ্যান্ডসেটের ডিজাইন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যেতে পারে। সংস্থা যে তাদের আসন্ন ফ্ল্যাগশিপ ফোনের নকশা পরিবর্তন করতে পারে, তা সম্প্রতি ফাঁস হওয়া লাইভ ছবি দেখে অনুমান করা যাচ্ছিল। স্মার্টফোনটির পিছনে বড় ক্যামেরা মডিউল থাকতে পারে।
উল্লেখ্য, আইকুর প্রোডাক্ট ম্যানেজার গ্যালান্ট ভি জানিয়েছেন, iQOO 15 স্মার্টফোনে 2K Samsung Everest AMOLED ডিসপ্লে প্যানেল থাকবে। নয়া স্ক্রিন আরও বেশি উজ্জ্বলতা, সঠিক রঙ প্রদর্শন, এবং উচ্চ কনট্রাস্ট অফার করবে। স্ক্রিনে আলোর প্রতিফলনও কম হবে। ফোনটি 6,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। বর্তমানে iQOO 13 সর্বোচ্চ 4,500 নিট উজ্জলতা অফার করে।
আইকু 15 কোয়ালকমের আসন্ন স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর দ্বারা চালিত হবে। এতে Adreno 810 জিপিইউ থাকবে৷ সঙ্গে 16 জিবি পর্যন্ত র্যাম ও 1 টিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। স্মার্টফোনটিতে 7,000mAh বা তার বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকতে পারে। এটি 100 ওয়াট ওয়্যার্ড (তারযুক্ত) চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। ফোনটির ট্রিপল রিয়ার ক্যামেরার সবকটি 50 মেগাপিক্সেলের সেন্সর হতে পারে। এছাড়া, এতে ডুয়াল স্পিকার দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.