iQOO Neo 10 ভারতে Snapdragon 8s Gen 4 চিপের সঙ্গে লঞ্চ হয়েছিল
Photo Credit: iQOO
iQOO 15 নিয়ে চর্চার মাঝে হঠাৎই iQOO Neo 11 নিয়ে বড় আপডেট সামনে এল। ভিভোর সাব-ব্র্যান্ডটি বর্তমানে চীনে ফ্ল্যাগশিপ ও মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। iQOO 15 ফ্ল্যাগশিপ এই মাসের শেষে বা নভেম্বরে আত্মপ্রকাশ করতে চলেছে। অন্য দিকে, মিড-রেঞ্জে ঝড় তোলার জন্য নিঃশব্দে প্রস্তুতি নিচ্ছে iQOO Neo 11। এটি পূর্বসূরী iQOO Neo 10-এর তুলনায় একঝাঁক আপগ্রেড অফার করবে। হ্যান্ডসেটটি Qualcomm-এর ফ্ল্যাগশিপ প্রসেসর এবং প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির সঙ্গে আসবে। এতে 7,500mAh ব্যাটারি ও 2K রেজোলিউশনের ডিসপ্লে পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
'ফ্ল্যাগশিপ পারফরম্যান্স" ও প্রিমিয়াম বিল্ডের সঙ্গে iQOO Neo 11 একটি দুর্দান্ত মিড-রেঞ্জ স্মার্টফোনে পরিণত হতে পারে। টিপস্টার স্মার্ট পিকাচুর দাবি, ডিভাইসটি এই বছর তাৎপর্যপূর্ণ আপগ্রেড পেতে চলেছে। 2K রেজোলিউশন ডিসপ্লে ও আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বড় হাইলাইট হবে। এটি Snapdragon 8 Elite প্রসেসরে চলবে বলে আশা করা হচ্ছে, যা লেটেস্ট Snapdragon 8 Gen 5 চিপসেটের পূর্বসূরী।
iQOO Neo 11 মডেলে iQOO 15-এর মতোই শক্তিশালী মনস্টার সুপার-কোর ইঞ্জিন দেওয়া হতে পারে যা হাই ফ্রেম রেটে স্থিতিশীলতা বজায় রাখে। এটি উচ্চ-গ্রাফিক্স নির্ভর গেম খেলার কাজে আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য, বিশাল 7,500 এমএএইচ ব্যাটারি থাকতে পারে। আগের বেশ কিছু রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, এই হ্যান্ডসেটে 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, মেটাল ফ্রেম, ও IP68 জলরোধী রেটিং মিলবে।
iQOO Neo 11 নভেম্বর বা ডিসেম্বরে চীনে iQOO Neo 11 Pro এর সাথে লঞ্চ হতে পারে। যদিও কোম্পানি এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। বেস ও প্রো উভয় মডেলে 6.8 ইঞ্চি বা তার থেকেও বড় ডিসপ্লে ও Android 16-নির্ভর Origin OS 6 কাস্টম সফটওয়্যারে চলতে পারে। Pro ভেরিয়েন্টে Dimensity 9500 চিপসেট থাকতে পারে।
এদিকে, বহুচর্চিত iQOO 15-এর সামনে 2K LTPO AMOLED ডিসপ্লে থাকবে। এতে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি মিলতে পারে। ফোনটি IP68+IP69 জল-ধুলো প্রতিরোধী রেটিং নিয়ে আসতে পারে। এটি Qualcomm-এর নতুন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে রান করবে। সঙ্গে আলাদা গেমিং চিপ মিলবে।
এছাড়াও, ফটোগ্রাফির জন্য 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকতে পারে। iQOO 15 ভারতে 60,000 থেকে 65,000 টাকার মধ্যে আসার সম্ভাবনা। উল্লেখ্য, iQOO 13 গত বছর ডিসেম্বর মাসে এ দেশে লঞ্চ হয়েছিল। তখন বেস 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ সহ বেস ভেরিয়েন্টের দাম ছিল 54,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.