iQOO Neo 11 মডেলে Snapdragon 8 Elite প্রসেসর, 2K রেজোলিউশন ডিসপ্লে ও আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। আগের বেশ কিছু রিপোর্ট থেকে জানা গিয়েছে, ফোনটিতে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট, মেটাল ফ্রেম, ও IP68 জলরোধী রেটিং মিলবে।
iQOO Neo 11 সিরিজে আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যেতে পারে। ব্যাটারিটি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। নতুন ফোনগুলি Android 16 অপারেটিং সিস্টেমের সাথে আসতে পারে।