iQOO Neo 11-এর মূল কথা হল পারফরম্যান্স। এটি Snapdragon 8 Elite প্রসেসরে রান করে।
Photo Credit: iQOO
iQOO Neo 11 Features 2K LTPO AMOLED Display
iQOO Neo 11 বৃহস্পতিবার চীনে আত্মপ্রকাশ করল। iQOO 15 মডেলের পর আরও একটি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করেছে কোম্পানি। স্মার্টফোনটি হাই-পারফরম্যান্স Snapdragon 8 Elite প্রসেসর দ্বারা পরিচালিত। এটি শক্তিশালী 7,500mAh ব্যাটারি ও 100W ফ্ল্যাশ চার্জ সাপোর্টের সঙ্গে এসেছে। iQOO Neo 11 গেমিং ফোন হিসেবেও ব্যবহার করা যাবে। এতে 144 হার্টজ ডিসপ্লে, 8,000 স্কোয়ার মিলিমিটার ভেপার চেম্বার কুলিং সিস্টেম, IP68 + IP69 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, Q2 গেমিং চিপ, স্টেরিও স্পিকার, হাই-ফাই অডিও, 3D আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Wi-Fi 7 সাপোর্টের মতো ফিচার্স দেওয়া হয়েছে।
আইকু নিও 11 ফোনে 6.82 ইঞ্চি LTPO অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 2K রেজোলিউশন (1440 x 3,168 পিক্সেল), 144 হার্টজ ভেরিয়েবল রিফ্রেশ রেট, সর্বোচ্চ 4,500 নিট ব্রাইটনেস, 2,592 হার্টজ PWM ডিমিং, এবং 3,200 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। SGS ও TÜV লো ব্লু লাইট সার্টিফিকেশন ডিসপ্লে আই-ফ্রেন্ডলি করে তুলেছে।
iQOO Neo 11-এর মূল কথা হল পারফরম্যান্স। এটি স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসরে রান করে, যা 16 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম এবং সর্বোচ্চ 1 টিবি UFS 4.1 ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। প্রধান প্রসেসরের উপর থেকে চাপ কমাতে এবং অসাধারণ গেম খেলার অভিজ্ঞতা দিতে নিজস্ব Q2 গেমিং চিপ ব্যবহার করেছে কোম্পানি।
স্মার্টফোনটিতে সুপার-সেন্সিটিভ টাচ চিপ আছে, যা টাচ স্যাম্পলিং রেট ও লো-লেটেন্সিকে নতুন পর্যায়ে পৌঁছে দিয়েছে। এটি AnTuTu বেঞ্চমার্কে 3.54 মিলিয়নের বেশি স্কোর করেছে বলে দাবি করা হয়েছে। ডিভাইসটি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সহ 7,5000mAh ব্যাটারি পেয়েছে। নতুন ফোনটি Android 16 নির্ভর OriginOS 6.0 কাস্টম সফটওয়্যারে চলে।
iQOO 15 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট এবং f/1.88 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল 1/1.56 ইঞ্চি Sony LYT700V প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স আছে। হ্যান্ডসেটটির সামনে 32 মেগাপিক্সেল (f/2.2 অ্যাপারচার) সেলফি ক্যামেরা বর্তমান।
চীনে iQOO Neo 11-এর বেস 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,599 ইউয়ান (প্রায় 32,460 টাকা)। অন্য দিকে, 16 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, ও 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 2,899 ইউয়ান (প্রায় 36,000 টাকা), 2,999 ইউয়ান (প্রায় 38,500 টাকা), 3,299 ইউয়ান (প্রায় 41,900 টাকা), ও 3,799 ইউয়ান (প্রায় 47,000 টাকা)। ফোনটি ভারতে কবে আসবে, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন