iQOO Neo 11 ও Neo 11 Pro যথাক্রমে Snapdragon 8 Elite এবং Dimensity 9500 চিপসেটে চলতে পারে।
Photo Credit: iQOO
iQOO Neo 10 Pro-তে MediaTek Dimensity 9400 প্রসেসর রয়েছে
iQOO Neo 11 সিরিজ নিয়ে বিগত কয়েক দিন ধরেই আলোচনা তুঙ্গে। এটি গত বছর নভেম্বরে লঞ্চ হওয়া iQOO Neo 10 লাইনআপের উত্তরসূরী হিসেবে বাজারে আসতে চলেছে। iQOO Neo 11 ও Neo 11 Pro চলতি বছরের অন্তিম ত্রৈমাসিকে আত্মপ্রকাশ করতে পারে। কোম্পানি এখনও ফোনগুলির বিষয়ে মুখ না খুললেও, একের পর এক তথ্য সামনে আসতে শুরু করেছে। এখন অনলাইনে iQOO Neo 11 ও Neo 11 Pro-এর ডিসপ্লে এবং ব্যাটারির ডিটেলস ফাঁস হয়েছে। নয়া ফোনগুলি 2K রেজোলিউশনের ডিসপ্লে এবং 100W ফাস্ট চার্জ সাপোর্ট করবে বলে জানা গিয়েছে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন Weibo (চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম)-তে দুটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনের স্পেসিফিকেশন প্রকাশ করেছেন। সেখানে ফোনগুলির নাম সরাসরি উল্লেখ করা হয়নি, কিন্তু পোস্টের নীচে মন্তব্য দেখে অনুমান, iQOO Neo 11 সিরিজের কথাই বলা হয়েছে। iQOO Neo 11 এবং Neo 11 Pro-তে 2K রেজোলিউশনের 6.8x ইঞ্চি ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে।
সিকিউরিটির জন্য, iQOO Neo 11 সিরিজে আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যেতে পারে। উভয় ফোনেই ধাতব মিডল ফ্রেম থাকবে বলে জানা গিয়েছে। ব্যাটারিটি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে বলে দাবি করা হয়েছে। iQOO Neo 11 এবং Neo 11 Pro যথাক্রমে Snapdragon 8 Elite এবং Dimensity 9500 চিপসেট দ্বারা পরিচালিত হবে।
উল্লেখ্য, iQOO Neo 10 Pro-তে MediaTek Dimensity 9400 প্রসেসর রয়েছে, যেখানে iQOO Neo 10 (চাইনিজ ভার্সন) মডেলে Snapdragon 8 Gen 3 চিপসেট ব্যবহার করা হয়েছে। এদিকে, প্রাথমিক রিপোর্ট ইঙ্গিত দিয়েছিল যে, iQOO Neo 11 সিরিজে পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি থাকবে। আইকুর নতুন ফোনগুলি Android 16 অপারেটিং সিস্টেমের সাথে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।
জানিয়ে রাখি, iQOO Neo 10 গত মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল। এতে চাইনিজ ভেরিয়েন্টের তুলনায় আলাদা স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। স্মার্টফোনটির 8 জিবি RAM + 128 জিবি অনবোর্ড স্টোরেজের দাম 31,999 টাকা ছিল। ভারতীয় ভেরিয়েন্টের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 144hz ডিসপ্লে, IP65 রেটিং, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 120W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি, বাইপাস চার্জিং, সার্কেল টু সার্চ, ইত্যাদি।
প্রসঙ্গত, ভিভোর সাব-ব্র্যান্ডটির নতুন মডেল, iQOO Z10R পরশুদিন, জুলাই, 24 ভারতে লঞ্চ হচ্ছে। এটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাহায্যে 4K ভিডিয়ো রেকর্ড করবে। মেইন ক্যামেরায় OIS সাপোর্ট সহ Sony IMX882 সেন্সর থাকছে। এছাড়া, এতে 6.77 ইঞ্চির কোয়াড কার্ভড OLED ডিসপ্লে থাকতে পারে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং ফুল এইচডি+ রেজোলিউশন সাপোর্ট করবে। ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্টও মিলবে। দাম 20,000 টাকার মধ্যে থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন