Photo Credit: iQOO
iQOO Z10R নীল ও সোনালী রঙে উপলব্ধ হবে
iQOO Z10R আগামী সপ্তাহে 4K Vlogging ফিচারের সঙ্গে ভারতে লঞ্চ হচ্ছে। কোম্পানি ইতিমধ্যেই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটির ডিজাইন প্রকাশ করেছে। আর এখন সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলির মাধ্যমে লঞ্চের তারিখ প্রকাশ করা হয়েছে। ফোনটির সামনে 32 মেগাপিক্সেল সিঙ্গেল সেলফি ক্যামেরা থাকবে বলে জানিয়েছে তারা। এটি Amazon-এর মাধ্যমে দেশে কেনার জন্য উপলব্ধ হবে। টিজার ইমেজ থেকে জানা গিয়েছে যে, iQOO Z10R দু'টি কালার অপশনে উপলব্ধ হবে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনের (OIS) সুবিধা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। হ্যান্ডসেটটি MediaTek Dimensity 7400 প্রসেসরে চলতে পারে বলে শোনা যাচ্ছে।
ভারতে আইকুর অফিসিয়াল X (সাবেক টুইটার) হ্যান্ডেল iQOO Z10R এর আগমন নিশ্চিত করেছে। এটি জুলাই 24 ভারতে লঞ্চ হবে। কোম্পানি লিখেছে, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাহায্যে 4K রেজোলিউশনে অসাধারণ দক্ষতায় প্রতিটি Vlog, রিলস, ও স্টোরি রেকর্ড হবে। টিজার ছবিতে ফোনটি ব্লু এবং সিলভার কালার অপশনে দেখা গিয়েছে। স্মার্টফোনটির পিছনের অংশে পিল আকৃতির ক্যামেরা আইল্যান্ডের মধ্যে ভিভোর সিগনেচার Aura রিং লাইট এবং ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট মিলবে।
Vlogging just leveled up.
— iQOO India (@IqooInd) July 15, 2025
With a 32MP selfie camera that shoots in 4K, every vlog, reel, or story is captured in stunning detail.
Show up sharp, steady, and crystal clear every time.
Launching on 24th July on @amazonIN and https://t.co/bXttwlYQef#iQOOZ10R #FullyLoaded… pic.twitter.com/NsjjH8aznL
iQOO Z10R কোম্পানির অফিসিয়াল ই-স্টোর এবং Amazon থেকে কেনা যাবে। উভয় ওয়েবসাইটে একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজ সেট আপ করা হয়েছে। 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম বলে দাবি করা হয়েছে। প্রাইমারি ক্যামেরায় Sony IMX882 সেন্সর থাকছে যা OIS সাপোর্ট করবে। এর ফলে ক্যামেরা বা লেন্স নড়াচড়া করলেও অন্যান্য সাধারণ ফোনের মতো ঝাপসা বা অস্পষ্ট ছবি উঠবে না।
আইকু জেড10আর এর সামনে 6.77 ইঞ্চির কোয়াড কার্ভড OLED ডিসপ্লে থাকতে পারে যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং ফুল এইচডি+ রেজোলিউশন সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য 5,600mAh বা 6,000mAh ক্ষমতার ব্যাটারি মিলতে পারে। এর সঙ্গে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। ফোনটি 12 জিবি র্যাম এবং Android 15 অপারেটিং সিস্টেমে চলবে। লঞ্চ হওয়ার সময় আরও র্যাম ভেরিয়েন্টে আসবে বলে মনে করা হচ্ছে।
নতুন ফোনটির দাম 20,000 টাকার মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এটি কোম্পানির Z10 সিরিজের চতুর্থ মডেল হবে। পূর্বে, iQOO Z10 , Z10x এবং Z10 ভারতে লঞ্চ হয়েছে। উল্লেখ্য, গত এপ্রিলে লঞ্চ হওয়া Vivo V50e (বর্তমান দাম 28,999 টাকা) এর সাথে iQOO Z10R মডেলটির ডিজাইনের মিল লক্ষ্য করা যায়। তবে দুই ফোনের স্পেসিফিকেশনে বেশ কিছু পার্থক্য থাকবে। এমনকি, ভিভোর থেকেও কম দামে বিক্রি হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন