Photo Credit: iQOO
iQOO Z10R 4K ভিডিয়ো রেকর্ডিং সাপোর্ট করবে
iQOO Z10R ভারতে 4K Vlogging ফিচারের সঙ্গে শীঘ্রই লঞ্চ হতে চলেছে। কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে স্মার্টফোনটির ডিজাইন প্রকাশ করেছে। সেখানে ফোনটির নীল রঙের ভেরিয়েন্ট দেখানো হয়েছে। ডিজাইনের দিক থেকে Vivo V50e এর সাদৃশ্য রয়েছে তবে, ভিভোর মডেলটির (দাম 28,999 টাকা) তুলনায় অনেক কম দাম ধার্য করা হবে বলে অনুমান করা হচ্ছে। লঞ্চের আগেই iQOO Z10R গিকবেঞ্চ বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে হাজির হয়েছে, যেখান থেকে র্যাম, প্রসেসর, এবং অপারেটিং সিস্টেম সম্পর্কিত তথ্য সামনে এসেছে। সূত্রের দাবি, ভারতে ফোনটির দাম 20,000 টাকার নীচে থাকতে পারে।
iQOO Z10R এর ল্যান্ডিং পেজ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ হয়েছে৷ সেখানে "কামিং সুন" ট্যাগ রয়েছে, অর্থাৎ শীঘ্রই আসছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে৷ এছাড়া, ফোনটিতে 4K Vlogging সাপোর্ট থাকার কথা নিশ্চিত করা হয়েছে। ল্যান্ডিং পেজ হ্যান্ডসেটটির ডিজাইনও প্রকাশ করেছে। এটির নীল রঙের ব্যাক প্যানেলে পিল-আকৃতির ক্যামেরা আইল্যান্ড দেখা যাচ্ছে, যেখানে দুটি ক্যামেরা সেন্সর এবং Aura ফ্ল্যাশ লাইট রয়েছে।
গত এপ্রিলে ভারতে লঞ্চ হওয়া, Vivo V50e-এর কায়দায় iQOO Z10R ডিজাইন করা হয়েছে। তবে দুই ফোনের স্পেসিফিকেশনে পার্থক্য লক্ষ্য করা যাবে বলে প্রাথমিক ইঙ্গিত পাওয়া গিয়েছে। যেমন ভিভোর ফোনটি MediaTek Dimensity 7300 প্রসেসরে চলে, যেখানে আইকুর মডেলটি আরও শক্তিশালী Dimensity 7400 চিপসেটের সাথে আসবে। গিকবেঞ্চ লিস্টিং প্রসেসরের নাম প্রকাশের পাশাপাশি, 12 জিবি র্যাম ও Android 15 অপারেটিং সিস্টেমের উপস্থিতি নিশ্চিত করেছে।
টিপস্টার দেবায়ন রায় (@Gadgetsdata) আইকু Z10R 5G-এর দাম, লঞ্চ টাইমলাইম, এবং বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে। তাঁর দাবি, স্মার্টফোনটি এই মাস অর্থাৎ জুলাইতে আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ হবে। ডিভাইসটির দাম 20,000 টাকার মধ্যে থাকার সম্ভাবনা। এটি যে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 প্রসেসর দ্বারা পরিচালিত হবে, সে কথা আগেই বলা হয়েছে।
iQOO Z10R-এর-এর সামনে 6.77 ইঞ্চির কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে ব্যবহার করা হবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং FHD+ রেজোলিউশন অফার করবে। ফটোগ্রাফির জন্য, পিছনের অংশে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। সেলফি ও ভিডিয়ো চ্যাটের জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা মিলবে। এতে 5,600mAh অথবা 6,000mAh ব্যাটারি থাকতে পারে। ব্যাটারি যাই হোক না কেন 90W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন