iQOO 15 ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। অর্থাৎ ওয়্যারলেস চার্জিং প্যাডের উপর ফোন রাখলেই চার্জ নিতে শুরু করবে।
Photo Credit: iQOO
iQOO 15 ওয়্যারলেস চার্জিং সাপোর্টের সঙ্গে আসছে
iQOO 13-এর উত্তরসূরী হিসেবে iQOO 15 নভেম্বর মাসে ভারতে লঞ্চ হতে পারে। সংস্থা এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না করলেও, সম্প্রতি এমনই খবর সামনে এসেছে। এমনকি অনলাইনে দাম ফাঁস হয়ে গিয়েছে। তবে ভারতের আগে চলতি মাসেই ফ্ল্যাগশিপ ফোনটি চীনে আত্মপ্রকাশ করতে চলেছে। এটি স্মার্টফোনের বাজারে আলোড়ন ফেলবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। iQOO 15-এর একটি বিশেষত্ব হবে ওয়্যারলেস চার্জিং। অর্থাৎ তার বা কেবলের প্রয়োজন হবে না। ওয়্যারলেস চার্জিং প্যাডের উপর ফোন রাখলেই কাজ হাসিল। ফিচারটি গত বছর iQOO 13 মডেলে ছিল না।
টিপস্টার চৈতন্যর প্রকাশ করা তথ্য অনুযায়ী, iQOO 15 ভারতে 60,000 থেকে 65,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে। যদি খবরটি সত্য হয়, তাহলে ফ্ল্যাগশিপ ফোনটির দাম পূর্বসূরী মডেলের তুলনায় প্রায় 5,000 টাকা বাড়তে পারে। উল্লেখ্য, iQOO 13 গত ডিসেম্বর মাসে এ দেশে লঞ্চ হয়েছিল। তখন 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ সহ বেস ভেরিয়েন্টের দাম ছিল 54,999 টাকা।
গত বছর অনুপস্থিত থাকলেও এবার আইকুর প্রিমিয়াম ফোনে ওয়্যারলেস চার্জিং ফিচার থাকছে। সংস্থার প্রোডাক্ট ম্যানেজার গ্যালান্ট ভি চাইনিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করে এই বিষয়ে নিশ্চিত করেছেন।তিনি বলেছেন, ফোনটি ব্লু ওশান ব্যাটারির সঙ্গে আসবে, যা ওয়্যারলেস চার্জিং সম্ভব করবে। এছাড়াও, হ্যান্ডসেটটি "গ্লোবাল ডাইরেক্ট ড্রাইভ পাওয়ার সাপ্লাই 2.0" অফার করবে। তাঁর আরও দাবি, ব্যাটারির প্রযুক্তি এমনভাবে বানানো হয়েছে যাতে ফোন চার্জ হওয়া অবস্থায় গেম খেলা বা ভিডিও দেখবেও ব্যাটারি গরম হবে না ও দীর্ঘদিন টিকবে।
iQOO 15-এর সামনে সামনে 2K রেজোলিউশনের LTPO AMOLED ডিসপ্লে থাকবে। এতে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি থাকতে পারে। ফোনটি IP68+IP69 জল-ধুলো প্রতিরোধী রেটিং নিয়ে আসতে পারে। এটি Qualomm-এর নতুন Snapdragon 8 Elite Gen 5 চিপসেটে চলবে। সঙ্গে ব্র্যান্ডের নিজস্ব Q3 গেমিং চিপ মিলবে। ফোনটির একটি ভেরিয়েন্টের পিছনের অংশে কালার চেঞ্জিং বা রঙ বদলানোর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
এতে ভিন্নধর্মী ডিজাইন ছাড়াও RGB লাইটিং সিস্টেম থাকছে। ডিভাইসটি Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম সফটওয়্যারে রান করবে। ছবি ও ভিডিও তোলার জন্য পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স মিলতে পারে। সিকিউরিটির জন্য, এতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন