Photo Credit: iQoo
শীঘ্রই ভারতে আগস্ট মাসে আসতে চলেছে iQoo Z9s সিরিজের নতুন ফোন। রিপোর্ট অনুযায়ী iQoo কোম্পানী তাদের নতুন ফোন লঞ্চ করতে পারে। তবে কোম্পানীর দ্বারা এখনো কোনো তারিখ জানানো হয়নি। তবে নতুন মডেলটি লঞ্চ করার জন্য তারা ইতি মধ্যেই এটির পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছে। নিচে এর কিছু গুরুত্বপূর্ণ বিবরন দেওয়া হলো যা আসন্ন ফোনে থাকতে পারে বলে আশা করা যাচ্ছে। iQoo ইন্ডিয়ার CEO নিপুণ মারিয়া, তার একটি পোস্ট এর মাধ্যমে হালকা আন্দাজ দিয়েছেন, যেটিতে সিলভার রঙের প্রলেপ দেওয়া আছে বলে ভাবা হচ্ছে। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়ে কোনো কিছু এখনো নিশ্চিত করেননি।
রিপোর্ট অনুযায়ী, কোম্পানী iQoo Z9 সিরিজটিকে বেস মডেল হিসাবে আনতে পারে এবং আসা করা যাচ্ছে এই সিরিজের অন্তর্ভুক্ত আরও হ্যান্ডসেট ভবিষ্যতে বাজারে আসতে পারে। ফোনটি 1,137 এবং 3,044 পয়েন্ট নিয়ে, এক এবং একাধিক ( মাল্টি কোর ) পরীক্ষার সাপেক্ষে আসতে চলেছে।
রিপোর্ট অনুযায়ী, শোনা যাচ্ছে এই iQoo z9s হ্যান্ডসেটটি Snapdragon 7 Gen 3 SoC এবং একটি অ্যাড্রেনো 720 জিপিইউ দিয়ে সজ্জিত হতে পারে। এটি 5g এর সংযোগে আসতে পারে। এবং এটিতে ডুয়াল সিম কার্ড এর সাপোর্ট এর ব্যবস্থা আছে বলে মনে করা হচ্ছে।
আশা করা যাচ্ছে এটিতে 80W এর দ্রুত চার্জিং এর ব্যবস্থা থাকবে। এবং এটিতে একটি 6000mAh ব্যাটারী থাকতে পারে।
আন্দাজ করা যাচ্ছে যে, এই হ্যান্ডসেটটিতে একটি sony LYT-600 এর 50 মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে।
উপরের সমস্ত বিবরন থেকে আন্দাজ করা হচ্ছে যে হ্যান্ডসেটটি iQoo Z9-এর চাইনিজ ভেরিয়েন্টের রিব্যাজড সংস্করণ হতে পারে। এবং এটিতে উন্নত মানের আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হতে পারে।এখনও পর্যন্ত iQoo কোম্পানীর এই নতুন অ্যান্ড্রয়েড সেটিটির দাম জানা যায়নি ,তবে শীঘ্রই এটির বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন