ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে iQoo z9s স্মার্ট ফোনটি।

iQoo z9 সিরিজের নতুন সংস্করণ iQoo z9s।

ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে iQoo z9s স্মার্ট ফোনটি।

Photo Credit: iQoo

হাইলাইট
  • iQoo Z9s সিরিজে একাধিক হ্যান্ডসেট থাকতে পারে।
  • বেস মডেলটি একটি রিব্র্যান্ডেড চাইনিজ iQoo Z9 হতে পারে।
  • চাইনিজ iQoo Z9 তার ভারতীয় প্রতিরূপ থেকে আলাদা।
বিজ্ঞাপন

শীঘ্রই ভারতে আগস্ট মাসে আসতে চলেছে iQoo Z9s সিরিজের নতুন ফোন। রিপোর্ট অনুযায়ী iQoo কোম্পানী তাদের নতুন ফোন লঞ্চ করতে পারে। তবে কোম্পানীর দ্বারা এখনো কোনো তারিখ জানানো হয়নি। তবে নতুন মডেলটি লঞ্চ করার জন্য তারা ইতি মধ্যেই এটির পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছে। নিচে এর কিছু গুরুত্বপূর্ণ বিবরন দেওয়া হলো যা আসন্ন ফোনে থাকতে পারে বলে আশা করা যাচ্ছে। iQoo ইন্ডিয়ার CEO নিপুণ মারিয়া, তার একটি পোস্ট এর মাধ্যমে হালকা আন্দাজ দিয়েছেন, যেটিতে সিলভার রঙের প্রলেপ দেওয়া আছে বলে ভাবা হচ্ছে। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়ে কোনো কিছু এখনো নিশ্চিত করেননি।

রিপোর্ট অনুযায়ী, কোম্পানী iQoo Z9 সিরিজটিকে বেস মডেল হিসাবে আনতে পারে এবং আসা করা যাচ্ছে এই সিরিজের অন্তর্ভুক্ত আরও হ্যান্ডসেট ভবিষ্যতে বাজারে আসতে পারে। ফোনটি 1,137 এবং 3,044 পয়েন্ট নিয়ে, এক এবং একাধিক ( মাল্টি কোর ) পরীক্ষার সাপেক্ষে আসতে চলেছে।

হ্যান্ডসেটটির কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য:

রিপোর্ট অনুযায়ী, শোনা যাচ্ছে এই iQoo z9s  হ্যান্ডসেটটি Snapdragon 7 Gen 3 SoC এবং একটি অ্যাড্রেনো 720 জিপিইউ দিয়ে সজ্জিত হতে পারে। এটি 5g এর সংযোগে আসতে পারে। এবং এটিতে ডুয়াল সিম কার্ড এর সাপোর্ট এর ব্যবস্থা আছে বলে মনে করা হচ্ছে।

ব্যাটারী:

আশা করা যাচ্ছে এটিতে 80W এর দ্রুত চার্জিং এর ব্যবস্থা থাকবে। এবং এটিতে একটি 6000mAh ব্যাটারী থাকতে পারে।

ক্যামেরা:

আন্দাজ করা যাচ্ছে যে, এই হ্যান্ডসেটটিতে একটি sony LYT-600 এর 50 মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে।

উপরের সমস্ত বিবরন থেকে আন্দাজ করা হচ্ছে যে হ্যান্ডসেটটি iQoo Z9-এর চাইনিজ ভেরিয়েন্টের রিব্যাজড সংস্করণ হতে পারে। এবং এটিতে উন্নত মানের আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হতে পারে।এখনও পর্যন্ত iQoo কোম্পানীর এই নতুন অ্যান্ড্রয়েড সেটিটির দাম জানা যায়নি ,তবে শীঘ্রই এটির বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 30,000 টাকা সস্তা হয়ে গেল 16GB র‍্যাম ও 100x জুম ক্যামেরার Vivo স্মার্টফোন, কিনবেন নাকি
  2. Samsung-এর প্রিমিয়াম স্মার্টফোন নতুন বছরের শুরুতেই 59,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে, কোথায় পাবেন জেনে নিন
  3. Poco M8 5G কার্ভড 3D স্ক্রিনের সঙ্গে লঞ্চ হচ্ছে, 6 বছর সফটওয়্যার আপডেট মিলবে
  4. Oppo Reno 15 সিরিজ ভারতে 8 জানুয়ারি লঞ্চ হচ্ছে, 200MP ব্যাক ক্যামেরা ও 50MP সেলফি ক্যামেরা থাকবে
  5. Samsung আনছে 20,000mAh ব্যাটারির স্মার্টফোন? টেস্টিং শুরু হতেই প্রবল জল্পনা
  6. 2026 সালে AI কেড়ে নিতে পারে এই সমস্ত চাকরি, ভয় ধরাবে Microsoft-এর রিপোর্ট
  7. BSNL-এর মাস্টারস্ট্রোক, নেটওয়ার্ক না থাকলেও করা যাবে ফোন, পুরো ফ্রি-তে!
  8. 6000mAh ব্যাটারি ও AI অ্যাসিস্ট্যান্টের সঙ্গে লঞ্চ হল Oppo A5m 5G, এক ক্লিকে সমস্ত ফিচার্স জেনে নিন
  9. WhatsApp: হ্যাপি নিউ ইয়ার মেসেজ পেলে সাবধান, ক্লিক করলে হ্যাক হতে পারে ফোন, সতর্ক করল পুলিশ
  10. বছরের শেষে Samsung-এর দুর্দান্ত 5G স্মার্টফোন মিলছে 12,000 টাকা সস্তায়, দাম বাড়ার আগে কিনে ফেলুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »