Photo Credit: Itel
Itel City 100 ফেয়ারি পার্পল, নেভি ব্লু এবং পিওর টাইটানিয়াম কালার অপশনে উপলব্ধ
Itel City 100 ভারতে 8,000 টাকারও কম দামে লঞ্চ হয়ে গেল। এই বাজেট স্মার্টফোনে IP64-রেটেড ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স বিল্ড রয়েছে। এই বৈশিষ্ট্যের জন্য বর্ষার মরসুম হোক বা নিম্নচাপের বৃষ্টি, ফোন কিছুক্ষণ ধরে জলে ভিজলেও ক্ষতিগ্রস্ত হবে না। এতে 5,200mAh ব্যাটারি বর্তমান। হ্যান্ডসেটটি বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI ফিচার্স দিয়ে সজ্জিত, যার মধ্যে Itel এর নিজস্ব AI অ্যাসিস্ট্যান্ট Ivana 3.0 রয়েছে। সুরক্ষার জন্য, ফোনটি ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উভয়ই অফার করে। Itel City 100-এর সাথে একটি ফ্রি ম্যাগনেটিক স্পিকার দিচ্ছে কোম্পানি, যার দাম 2,999 টাকা।
কোম্পানি এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, ভারতে Itel City 100 এর দাম 7,599 টাকা। এটি 4GB RAM এবং 128GB স্টোরেজের একটাই ভেরিয়েন্টে পাওয়া যাবে। ফোনটি ফেয়ারি পার্পল, নেভি ব্লু এবং পিওর টাইটানিয়াম কালার অপশনে বিক্রি করা হচ্ছে। এটি বর্তমানে দেশের বিভিন্ন রিটেল স্টোরের মাধ্যমে কেনা যাচ্ছে। ফোনটির সাথে 2,999 টাকা মূল্যের একটি ম্যাগনেটিক স্পিকার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। এটি ফোনের গায়ে চুম্বকের মতো সেঁটে যায়৷ আবার 100 দিনের মধ্যে ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার রয়েছে।
Itel City 100 ফোনটিতে 6.75 ইঞ্চি HD+ IPS LCD স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট 90Hz এবং সর্বোচ্চ উজ্জ্বলতা 700 নিট। এতে আটটি কোরের Unisoc T7250 চিপসেট ব্যবহার করা হয়েছে যা 4 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজের সাথে যুক্ত। সফটওয়্যারের দিক থেকে, স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে রান করে।
ফটোগ্রাফির জন্য, আইটেল সিটি 100-এর পিছনের প্যানেলে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এতে একটাই বিল্ট-ইন স্পিকার বর্তমান। হ্যান্ডসেটটির AI বৈশিষ্ট্যগুলির মধ্যে Aivana 3.0 উল্লেখযোগ্য, যা কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সহকারী।
Itel City 100-এর AI ফিচার্স ব্যবহারকারীদের দুই আঙুল ব্যবহার করে ছবি থেকে টেক্সট বের করার সুযোগ দেয়। এটি ছবিকে সম্পাদনাযোগ্য Word, PDF, অথবা Excel ফাইলে রূপান্তর করতে পারে বলে দাবি করা হয়েছে। ফোনটি একটি AI লেখার স্যুট অফার করে, যা বিভিন্ন টোনে টেক্সট তৈরি, প্রুফরিড, সারসংক্ষেপ বা পুনর্লিখন করতে পারে বলে জানা গিয়েছে। এটি গ্যালারির ইমেজ থেকে স্ক্যান করা ডকুমেন্টের অটোমেটিক জেনারেশনও সাপোর্ট করে।
আইটেলের এই ফোনে 5,200mAh ব্যাটারি রয়েছে যা 18W চার্জিং সাপোর্ট করে। জল এবং ধুলো থেকে রক্ষা করার জন্য মিলবে IP64 রেটিং। নিরাপত্তার জন্য হ্যান্ডসেটটিতে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং এটি ফেস আনলকও সমর্থন করে। ফোনটিতে একটি IR (ইনফ্রারেড) ব্লাস্টারও আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন