Itel Super Guru 4G Max ইংরেজি, হিন্দি, বাংলা সহ মোট 13টি ভাষা সমর্থন করে।
Photo Credit: Itel
Itel Super Guru 4G Max ফিচার ফোনে AI অ্যাসিস্ট্যাস্ট আছে
Itel Super Guru 4G Max ভারতে লঞ্চ হল। এটি একটি কিপ্যাড ফোন যা 4G নেটওয়ার্ক সাপোর্ট করে। তবে বাকি পাঁচটা ফিচার ফোনের থেকে নতুন মডেলটি একেবারেই আলাদা। এই বোতামওয়ালা ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার রয়েছে। এতে একটি AI অ্যাসিস্ট্যান্ট উপস্থিত যা ব্যবহারকারীকে বোতাম না টিপেই কল করা, অ্যালার্ম সেট করা, গান চালানো, ইত্যাদি কাজে সহায়তা করতে পারে। এটি 13টি ভারতীয় ভাষা বুঝতে পারে। 3 ইঞ্চির ডিসপ্লে ফোনটিকে তার বিভাগের সবচেয়ে বড় স্ক্রিনের খেতাব এনে দিয়েছে। Itel Super Guru 4G Max এর পিছনে একটি ক্যামেরাও আছে।
ভারতে Itel Super Guru 4G Max এর দাম 2,099 টাকা রাখা হয়েছে। কিপ্যাড ফোনটি অনলাইনের পাশাপাশি অফলাইনেও কিনতে পারবেন আপনি। আইটেল নতুন ফোনটিকে কালো, নীল ও সোনালী রঙে বিক্রি করছে।
যাঁরা স্মার্টফোন ব্যবহারের অভ্যস্ত, তাঁদের কাছে কিপ্যাড ফোনে টাইপ করা বা বোতাম বারবার টেপা সমস্যার হতে পারে। এর সমাধান হিসেবে Itel Super Guru 4G Max একটি বিল্ট-ইন AI অ্যাসিস্ট্যান্ট বা সহকারী পেয়েছে। এটি হিন্দি এবং ইংরেজি উভয় ভাষাতেই ভয়েস কমান্ড গ্রহণ করে। কিপ্যাড ছাড়াই এই এআই অ্যাসিসট্যান্টের সাহায্যে কল, অ্যালার্ম সেট, মেসেজ পড়া, মেসেজ পাঠানো, এমনকি ক্যামেরাও চালু করতে পারবেন।
আইটেল সুপার গুরু ম্যাক্স 4G ভয়েস কম্যান্ডের মাধ্যমে যে কোনও মিউজিক অথবা ভিডিও প্লে চালাতে পারবে বলে দাবি করা হয়েছে। একই পদ্ধতিতে ফোনের এফএম রেডিও চালু করা যাবে। ফিচার ফোনটির সামনে 3 ইঞ্চি ডিসপ্লে ও পিছনে একটি QVGA ক্যামেরা আছে। এটি 2,000mAh ব্যাটারি পেয়েছে, যা এক চার্জে 22 ঘন্টা পর্যন্ত কথা বলতে দেবে বলে জানিয়েছে কোম্পানি। BSNL সহ দেশের সমস্ত টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির 4G নেটওয়ার্ক সাপোর্ট করবে। ডুয়াল সিমের সুবিধাও বর্তমান।
আইটেলের নতুন ফিচার ফোনে 2000টি কন্টাক্ট স্টোর করতে পারবেন। এটি 64 জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ সাপোর্ট করে। ফোনটিতে ভিডিও এবং অডিও প্লেয়ারের পাশাপাশি কল রেকর্ডিং অপশনও রয়েছে। Itel Super Guru 4G Max হিন্দি এবং ইংরেজি উভয় ভাষায় উচ্চস্বরে বার্তা পড়তে পারে। ইংরেজি, হিন্দি, ছাড়াও, বাংলা, তেলেগু, তামিল, মালায়ালাম, কন্নড়, গুজরাতি, পাঞ্জাবি, মারাঠি, ওড়িয়া, অসমীয়া এবং উর্দু সহ 13টি আঞ্চলিক ভাষা সমর্থন করে। উল্লেখ্য, হ্যান্ডসেটটি Itel Super Guru 4G এর উন্নত সংস্করণ, যা 2024 সালের এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন