Itel Zeno 5G ভারতে MediaTek Dimensity 6300 প্রসেসর, 5,000mAh ব্যাটারি, ও 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়াল ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে।
 
                Photo Credit: Itel
Itel Zeno 5G তিনটি আকর্ষণীয় রঙের বিকল্পে কেনা যাবে
Itel Zeno 5G মঙ্গলবার ভারতে লঞ্চ হয়ে গেল৷ আমজনতাকে লক্ষ্য করে স্মার্টফোনটির আগমন ঘটেছে। ফলে খুবই কম দাম রেখেছে আইটেল। এই 5G মোবাইলে আপনি MediaTek Dimensity 6300 চিপসেট এবং 4GB পর্যন্ত RAM পাবেন। বাজেট ফোন হলেও ফটোগ্রাফির জন্য 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। AI ফিচার্স Itel Zeno 5G মডেলটির বিশেষত্ব বলে দাবি করা হয়েছে। এই হ্যান্ডসেটে বেশ কয়েকটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্য নির্ভর বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে কোম্পানির AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট Aivana উল্লেখযোগ্য। ডুয়াল 5G সিমও ব্যবহার করতে পারবেন। কোম্পানি দাবি করেছে যে Zeno 5G পাঁচ বছর ধরে ল্যাগ-মুক্ত অভিজ্ঞতা দেবে।
ভারতে Itel Zeno 5G এর দাম 4 জিবি + 128 জিবি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,299 টাকা রাখা হয়েছে এবং বর্তমানে শুধুমাত্র Amazon থেকে কেনা যাবে। গ্রাহকরা ফোনটি কিনলে 1,000 টাকার ডিসকাউন্ট কুপন পেতে পারেন। এটি Calx Titanium, Shadow Black এবং Wave Green রঙে পাওয়া যাবে। আইটেল আরও জানিয়েছে, ক্রেতারা কেনার দিন থেকে প্রথম ১০০ দিনের মধ্যে বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট পরিষেবা উপভোগ করতে পারবেন।
Itel Zeno 5G এর 6.67-ইঞ্চি HD+ (720x1,612 পিক্সেল) IPS ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং Panda MN228 গ্লাস প্রোটেকশন অফার করে। স্মার্টফোনটি অক্টা-কোর MediaTek Dimensity 6300 SoC প্রসেসর দ্বারা পরিচালিত যা 4GB LPDDR4X RAM এবং 128GB UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ভার্চুয়ালি RAM অতিরিক্ত 4GB পর্যন্ত বৃদ্ধি করার সুবিধা রয়েছে। আবার চাইলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।
সফটওয়্যারের দিক থেকে, ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে রান করে। ফটোগ্রাফির জন্য, Itel Zeno 5G মডেলে f/1.6 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং পিছনে একটি লাইট সেন্সর রয়েছে। রিয়ার ক্যামেরা 30fps এ 2K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনের দিকে 8 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা উপলব্ধ।
Itel Zeno 5G ফোনটিতে Ask AI এবং Aivana এর মতো AI বৈশিষ্ট্য রয়েছে, যা কোম্পানির AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট। পাওয়ার ব্যাকআপের জন্য, 10W চার্জিং সাপোর্ট-সহ 5,000mAh ব্যাটারি বর্তমান। এতে IP54 রেটিং যুক্ত ধুলো ও জল-প্রতিরোধী ফ্রেম রয়েছে। সিকিউরিটির জন্য ফোনটি একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একটি IR ব্লাস্টার অফার করে। এছাড়া, কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ডুয়াল ন্যানো সিম, 5G, 4G, ওয়াই-ফাই, জিপিএস, ও একটি USB টাইপ-সি পোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
 SpaceX Revises Artemis III Moon Mission with Simplified Starship Design
                            
                            
                                SpaceX Revises Artemis III Moon Mission with Simplified Starship Design
                            
                        
                     Rare ‘Second-Generation’ Black Holes Detected, Proving Einstein Right Again
                            
                            
                                Rare ‘Second-Generation’ Black Holes Detected, Proving Einstein Right Again
                            
                        
                     Starlink Hiring for Payments, Tax and Accounting Roles in Bengaluru as Firm Prepares for Launch in India
                            
                            
                                Starlink Hiring for Payments, Tax and Accounting Roles in Bengaluru as Firm Prepares for Launch in India
                            
                        
                     Google's 'Min Mode' for Always-on Display Mode Spotted in Development on Android 17: Report
                            
                            
                                Google's 'Min Mode' for Always-on Display Mode Spotted in Development on Android 17: Report