JIO Bharat J1 – জিও কোম্পানীর নতুন মডার্ন বৈশিষ্ট্য সম্পন্ন ফোন।
Photo Credit: Amazon
জিও কোম্পানী তাদের কাজের মাধ্যমে বরাবরই চমক দিয়ে থাকে, এবারও এটাই করলো তারা। কোনো রকম ভাবে ইঙ্গিত না দিয়ে হঠাতই লঞ্চ করলো তাদের নতুন কিপ্যাড অথচ 4G এর সাথে যুক্ত ফোন। ফোনটিকে অম্যাজন এর মাধ্যমে লঞ্চ করা হয়েছে। ফোনটিকে মডার্ন টেকনোলজির এবং বৈশিষ্ট্য সম্পন্ন করা হয়েছে। জেনে নিন কি কি আছে ফোনটিতে। ফোনটিতে জিও কোম্পানীর নিজস্ব অ্যাপগুলি আগে থেকেই অন্তর্ভূক্ত করা আছে। স্বল্প খরচে ফোনটি উপলব্ধ। নতুন ফিচার এবং বৈশিষ্ট্য সম্পন্ন এই ফোনটি মানুষের পক্ষে লাভজনক হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে।
প্রথমেই বলে রাখি ফোনটি 4G সিম কার্ড সাপোর্ট করার ক্ষমতা রাখে। কীপ্যাড এর সাথে ফোনটিতে একটি 2.8-ইঞ্চি বড় ডিসপ্লে রয়েছে। এটিতে 240×320 পিকচার রেজোলিউশন যুক্ত। এবং এটিতে 143 পিকচার ডেনসিটি ধার্য। ফোনটি Threadx RTOS-এ প্রসেসর দ্বারা চলে। 0.13GB অনবোর্ড স্টোরেজ এবং 128GB পর্যন্ত প্রসারণযোগ্য মেমরি সমর্থন করে।
JioBharat J1 ফোনটিতে একটি 2,500mAh বড়ো ব্যাটারি আছে । যেটি বিনা চিন্তায় 2 থেকে 3 দিন পর্যন্ত চলতে সক্ষম । হ্যান্ডসেটটির মাপ 135 x 56 x 16 মিমি এবং ওজন 122 গ্রাম। ফোনটির পিছনে একটি ডিজিটাল ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট আছে। এই ক্যামেরা দিয়ে QR কোড স্ক্যান করতে সাহায্য করে যা অনলাইন পেমেন্টের জন্য ব্যবহার করা যাবে। এটিতে একটি 3.5mm অডিও জ্যাক, MP3, গেমস, রেডিও আছে। ফোনটিতে 0.13GB অনবোর্ড স্টোরেজ আছে এবং এটিতে 128 GB পর্যন্ত এক্সট্রা স্টোরেজ অ্যাড করা যাবে।
এছাড়াও জিও কোম্পানীর এই নতুন ফোনটিতে কোম্পানীর নিজস্ব অ্যাপগুলি অন্তর্ভুক্ত করা আছে যেমন – জিও টিভি, জিও সিনেমা,জিও সাওয়ান,জিও পে ইত্যাদি। সব থেকে উলেখযোগ্য এই ফোনের মাধ্যমে জিও পে ব্যবহার করে, QR কোড স্ক্যান করে যে কোনো পেমেন্ট করা যাবে। JioBharat J1 4G ফোনটি ডার্ক গ্রে রঙে উপলব্ধ।
দাম: বর্তমানে JioBharat J1 4G এর দাম মাত্র 1,799 টাকা। Amazon অ্যাপ এর এর মাধ্যমে এটি উপলব্ধ। এছাড়াও জিও কোম্পানী এটিতে একটি নতুন 4G রিচার্জ প্ল্যান অ্যাড করেছে, যেটি হলো মাসে 123 টাকায় সীমাহীন ভয়েস কল এবং 14 জিবি ডেটা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Resident Evil Village, Like a Dragon: Infinite Wealth and More Join PS Plus Game Catalogue in January
Lava Blaze Duo 3 Confirmed to Launch in India Soon; Key Specifications Revealed via Amazon Listing
Lumio Vision 7, Vision 9 Smart TVs Go on Sale on Flipkart With Republic Day Offers