গ্রাহকদের সুবিধার্তে জিও কোম্পানি আবার নিয়ে এলো একটি উল্লেখযোগ্য প্রোডাক্ট- Jio Tag Go

Jio Tag Go-ট্র্যাকারটি ‘CR2032’ ব্যাটারী দ্বারা চালিত

গ্রাহকদের সুবিধার্তে জিও কোম্পানি আবার নিয়ে এলো একটি উল্লেখযোগ্য প্রোডাক্ট- Jio Tag Go

Photo Credit: Reliance jio

ভারতে চালু হয়েছে গুগলের ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্কের সমর্থনে JioTag Go: মূল্য, বৈশিষ্ট্য

হাইলাইট
  • Jio Tag Go-এর পরিমাপ 38.2×38.2×7.2মিমি এবং ওজন 9গ্রাম
  • এটি ব্লুটুথ রেঞ্জের মধ্যে থাকলে ব্যবহারকারীরা-‘Play Sound’ বিকল্পটি টিপ
  • Jio Tag Go-চালানোর জন্য কোনো সিমকার্ডের প্রয়োজন পরে না
বিজ্ঞাপন

বিগত বুধবার ভারতে Jio Tag Go লঞ্চ করা হয়েছে। এটি ভারতের সর্বপ্রথম অ্যান্ড্রয়েড ট্র্যাকার যা,গুগুলের Find My Device Network-কে সমর্থন করে বলে দাবি করা হয়েছে। ব্যবহারকারীরা বিশ্বব্যাপী সমস্ত অ্যান্ড্রয়েড ফোনের নেটওয়ার্ক ব্যবহার করে,‘Google Find My Device'-অ্যাপের মাধ্যমে ট্র্যাকারটির স্থান নির্বাচন করতে পারবেন। ব্লুটুথ দ্বারা পরিচালিত এই ট্রাকারটির ব্যাটারী লাইফের একবছর হবে বলে দাবি করা হয়েছে। চলতি বছরের জুলাই মাসে-Reliance Jio Tag Air লঞ্চ করেছিল, যেটি অ্যাপেলের-Find My Network-এর সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল।

ভারতে Jio Tag Go-এর দাম এবং উপলব্ধতা:

ভারতে Jio Tag Go-এর দাম 1,499টাকা।দেশের বাজারে এটি অ্যামাজন, JioMart ই-স্টোর, রিলায়েন্স ডিজিট্যাল এবং My জিও স্টোর থেকে কেনা যাবে। ট্র্যাকারটি কালো, কমলা, হলুদ এবং সাদা রঙের বিকল্পে উপলব্ধ আছে।

Jio Tag Go-এর বৈশিষ্ট্য:

Jio Tag Go- একটি ব্লুটুথ ট্র্যাকার, যেটি গুগুলের ‘Find My Device' ফিচরটির মাধ্যমে চলবে। উল্লেখ্য ট্রাকারটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলির মধ্যে ‘Find My Device' অ্যাপ্লিকেশনের সাথে সংযুক্ত থাকবে, ব্যবহারকারীরা এই অ্যাপটি প্লে-স্টোরের মাধ্যমে পেয়ে যাবেন। কোম্পানি জানিয়েছে যে, বিশ্বের যেকোনো জায়গায় এটির ব্যবহার করে ব্যবহারকারীরা তাদের জিনিসপত্র ট্র্যাক করতে পারবেন।

ট্র্যাকারটি চাবি, পার্স, লাগেজ, গ্যাজেটস, বাইক এবং আরো অন্যান্য জিনিসপত্রের সাথে লাগানো যাবে, যারফলে খুব সহজেই এই ট্রাকারটি ব্যবহারকারীদের হারিয়ে যাওয়া জিনিসপত্রগুলির খুঁজে পেতে সাহায্য করবে। যখন এটি ব্লুটুথ রেঞ্জের মধ্যে থাকবে, তখন ‘Find My Device' অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ‘Play Sound' বিকল্পটি টিপলে সংযুক্তকারী Jio Tag Go-টিতে ‘বিপ' আওয়াজটি হবে, যার ফলে ব্যবহারকারীরা তাদের হারিয়ে যাওয়া জিনিসটি সহজেই চিনে নিতে পারবেন এবং খুঁজে পাবেন।

অন্যদিকে হারিয়ে যাওয়া জিনিসটি ব্লুটুথ রেঞ্জের বাইরে থাকলে গুগুলের ‘Find My Device'-নেটওয়ার্কের মাধ্যমে ট্রাকারটির শেষ স্থান দেখা যাবে। ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমে “Get Directions”-বিকল্পটি ব্যবহার করে একটি মানচিত্রের দ্বারা, সেই স্থানে পৌঁছাতে পারবেন। এবং যখনই ট্র্যাকারটি রেঞ্জের মধ্যে আসবে নিজেথেকেই ব্যবহারকারীর ফোনের সাথে সংযুক্ত হয়ে যাবে এবং এরপর ব্যবহারকারীরা “Play sound” সুইচটি টিপে ট্রাকারটি খুঁজে পাবেন।

Android 9 এবং পরবর্তী অপারেটিং সিস্টেম দ্বারা চালিত স্মার্টফোনগুলিতে রিলায়েন্স জিওর এই নতুন ট্রাকারটি চলবে।

এটি আইফোনগুলির সাথে সংযোগ স্থাপন করতে পারবে না। তবে রিলায়েন্স জিওর-Jio Tag Air, iOS 14 বা তার পরবর্তী কোনো অপারেটিং সিস্টেম দ্বারা চালিত iPhone মডেলগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ। এছাড়াও এটি Android 9 এবং তার পরবর্তী অপারেটিং সিস্টেম দ্বারা চালিত স্মার্টফোনগুলোর সংযোগ স্থাপন করতে সক্ষম।

কাজ করার জন্য,Jio Tag Go-টিতে কোনো সিমের প্রয়োজন পরে না। এটি ব্লুটুথ 5.3-এর সংযোগ ব্যবস্থাকে সমর্থন করে। এটি একটি CR2032-ব্যাটারী দ্বারা চালিত,এবং দাবি করা হয়েছে যে, এটি একবছর পর্যন্ত ব্যাটারী লাইফ প্রদান করবে। অ্যামাজনের তালিকা অনুযায়ী, ট্র্যাকারটির মাপ 38.2×38.2×7.2 মিমি এবং ওজন 9গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. অবিশ্বাস্য ফিচার সহ আসছে iQOO Neo 11, থাকবে 7,500mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং
  2. Flipkart Diwali Sale: ফ্লিপকার্টে শুরু হচ্ছে দিওয়ালি সেল, মিলবে বিরাট ছাড়, এখনই উইশলিস্ট করুন
  3. BSNL আনল বিশেষ সুবিধা, এবার থেকে নেটওয়ার্ক ছাড়াই ফ্রি-তে কল করা যাবে!
  4. Lava Bold N1 Lite: মাত্র 5,698 টাকায় বাজারে ঝড় তুলতে হাজির দুর্দান্ত ভারতীয় স্মার্টফোন
  5. Amazon-এর নতুন ফিচারে বদলে গেল অনলাইন শপিং, চিন্তামুক্ত হবে ক্রেতারা
  6. চার্জ ছাড়াই চলবে তিন দিন, 7,000mAh ব্যাটারি সহ ভারতে আসছে Moto G06 Power
  7. BSNL eSIM: 4G চালুর পর নতুন পরিষেবা নিয়ে হাজির BSNL, এবার সিম ছাড়াই কলিং এবং ইন্টারনেট
  8. ক্যামেরায় দুর্দান্ত, পারফরম্যান্স অদ্বিতীয়, OnePlus 13-এর দাম 10,000 টাকা কমল
  9. Flipkart Festive Dhamaka Sale: ফ্লিপকার্টে শুরু ফেস্টিভ ধামাকা সেল, প্রিমিয়াম ফোনে বাম্পার ছাড়
  10. 6,999 টাকার ফোনে 6 বছর পর্যন্ত Android আপডেট, বড় চমক নিয়ে ভারতে হাজির Samsung Galaxy M07
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »