11+ এর ভিতরে একটি অক্ট-কোর MediaTek MT6750 চিপসেট থাকবে। এর সাথেই থাকবে 2GB RAM আর 32GB স্টোরেজ।
নতুন দুটি বাজেট স্মার্টফোন লঞ্চ করল দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন কোম্পানি LG। দক্ষিণ আমেরিকার চিলি তে LG K11+ ফোনটি লঞ্চ হয়েছে। এই বছর ওয়ার্লদ মোবাইল কংগ্রেসের ইভেন্টে LG K10 (2018) ভার্সান প্রথম বিশ্বের সামনে নিয়ে এসেছিল LG। এই নফোনের নাম বদলে চিলিতে LG K11+ লঞ্চ করা হয়েছে। দুটি কালার ভেরিয়েন্টে LG K11+ পাওয়া যাবে। সেই দেশে LG K11+ এর সাথেই LG K11a ফোন লঞ্চের ঘোষনা করেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়েন্ট। এই দিটি ফোনে একই ডিজাইন ব্যবহার হলেও আলাদা ক্যামেরা ও স্টোরেজ ব্যবহার হয়েছে।
GSMArena তে এক রিপোর্টে জানানো হয়েছে LG K11a ফোনটি ঘোষনা করা হয়েছে। যদিও কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে এই ফোন দেখতে পাওয়া যায়নি। রিপোর্টে বলা হয়েছে LG K11a তে 2GB RAM, 16GB স্টোরেজ আর 8MP ক্যামেরা ব্যবহার হয়েছে। এছাড়া এই ফোনের বাকি সব স্পেসিফিকেশান LG K11+ এর সাথে মিলে যাচ্ছে।
একই রিপোর্টেব জানানো হয়েছে LG K11 এর দাম 270 ইউরো (প্রায় 21,800 টাকা)। অন্যদিকে LG K11a দাম 220 ইউরো বলে এই রিপোর্টে জানানো হয়েছে।
K11+ এ Android Oreo প্রি-লোডেড থাকবে। K11+ তে একটি 16:9 অয়াসপেক্ট রেশিওর 5.3 ইঞ্চি ডিসপ্লে থাকবে। K11+ এর ভিতরে একটি অক্ট-কোর MediaTek MT6750 চিপসেট থাকবে। এর সাথেই থাকবে 2GB RAM আর 32GB স্টোরেজ। যদিও microSD কার্ডের মাধ্যমে এই ফোনের স্টরেজ বাড়িয়ে নেওয়া যাবে।
ছবি তোলার জন্য K11+ এ একটি 13MP ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় PDAF অটো ফোকাসের সাথেই LED ফ্ল্যাশ ব্যবহার হয়েছে। সেলফি তোলার জন্য নতুন এই ফোনে একটি 5MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। কানেক্টিভিটির জন্য K11+ তে Wi-Fi 802.11 b/g/n with Wi-Fi Direct, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর একটি 3.5মিমি হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Perplexity, Anthropic and Other Big AI Companies Might Have Exposed Secrets on GitHub
Realme GT 8 Pro Price in Europe, Storage Variants Reportedly Leaked Ahead of Launch