সম্প্রতি বাজারে এসেছে LG Style 3। আপাতত জাপানে এই ফোন লঞ্চ করেছে LG। LG V40 ThinQ স্পেসিফিকেশনে পরিবর্তন করে এই ফোন নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। LG Style 3-র পিছনে দুটি ক্যামেরা রয়েছে। থাকছে ওলেড ফুল ভিশন ডিসপ্লে। ডাস্ট ও ওয়াটার রেসিস্ট্যান্ট এই ফোনে থাকছে IP68 সার্টিফিকেশন।
LG Style 3-র দাম প্রকাশ করেনি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। ইতিমধ্যেই জাপানের একাধিক ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে।
আগামী মাসেই বাজারে আসতে পারে 192 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন
LG Style 3-তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.1 ইঞ্চি QHD+ ওলেড ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট, 4GB RAM ও 64GB স্টোরেজ।
ফোনের পিছনে রয়েছে দুটি ক্যামেরা। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C ও 3.5 মিমি অডিও পোর্ট। LG Style 3-তে থাকছে 3,500 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন