LG Style 3-তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.1 ইঞ্চি QHD+ ওলেড ডিসপ্লে।
LG Style 3 তে রয়েছে 48 মেগাপিক্সেল ক্যামেরা
সম্প্রতি বাজারে এসেছে LG Style 3। আপাতত জাপানে এই ফোন লঞ্চ করেছে LG। LG V40 ThinQ স্পেসিফিকেশনে পরিবর্তন করে এই ফোন নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। LG Style 3-র পিছনে দুটি ক্যামেরা রয়েছে। থাকছে ওলেড ফুল ভিশন ডিসপ্লে। ডাস্ট ও ওয়াটার রেসিস্ট্যান্ট এই ফোনে থাকছে IP68 সার্টিফিকেশন।
LG Style 3-র দাম প্রকাশ করেনি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। ইতিমধ্যেই জাপানের একাধিক ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে।
আগামী মাসেই বাজারে আসতে পারে 192 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন
LG Style 3-তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.1 ইঞ্চি QHD+ ওলেড ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট, 4GB RAM ও 64GB স্টোরেজ।
ফোনের পিছনে রয়েছে দুটি ক্যামেরা। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C ও 3.5 মিমি অডিও পোর্ট। LG Style 3-তে থাকছে 3,500 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Giant Ancient Collision May Have ‘Flipped’ the Moon’s Interior, Study Suggests