ভারতে বিক্রি শুরু হল LG V40 ThinQ। LG V40 ThinQ তে থাকছে পাঁচটি ক্যামেরা। এর মধ্যে তিনটি ক্যামেরা থাকছে ফোনের পিছনে আর দুটি ফোনের সামনে। এছাড়াও LG V40 ThinQতে থাকবে ফ্ল্যাগশিপ Snapdragon 845 চিপসেট IP68 সার্টিফিকেশান মিলিটারি গ্রেড বিল্ডবুমবক্স স্পিকার 19.5:9 ডিসপ্লে।
আরও পড়ুন: ঘাড়ে নিঃশ্বাস ফেলছে Jio GigaFiber, জলের দরে ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে হাজির BSNL
ভারতে LG V40 ThinQ এর দাম 60,000 টাকা। তবে Amazon এ 49,990 টাকায় বিক্রি হচ্ছে এই স্মার্টফোন। Amazon Great Indian Sale এ বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন। 20-23 জানুয়ারী এই অফার চলবে। প্রসঙ্গত অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হয়েছিল LG V40 ThinQ।
আরও পড়ুন: কত দামে বিক্রি হবে Samsung Galaxy M10 আর Galaxy M20? জেনে নিন
LG V40 ThinQ এ রয়েছে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। ফোনের উপরে থাকবে 6.4 ইঞ্চি QHD+ OLED ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। LG V40 ThinQ এর ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট 6GB RAM আর 128GB স্টোরেজ। যদিও microSD কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 2TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
আরও পড়ুন: মোট কত গ্রাহক Jio ব্যবহার করেন? কত লাভ করেছে Jio? জেনে নিন
ছবি তোলার জন্য LG V40 ThinQ তে রয়েছে পাঁচটি ক্যামেরা। এর মধ্যে তিনটি ক্যামেরা ফোনের পিছনে আর দুটি ফোনের সামনে। LG V40 ThinQার ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকবে 12MP+16MP+12MP সেন্সার। ফোনের সামনে ডুয়াল ক্যামেরায় থাকবে 8MP+5MP সেন্সার।
আরও পড়ুন: এসে গেল PUBG Mobile 0.10.5 আপডেট: ডাউনলোডের আগে জেনে নিন নতুন ফিচারগুলি
কানেক্টিভিটির জন্য LG V40 ThinQতে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 LE, GPS, NFC, USB Type-C আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 3300 mAh ব্যাটারি। LG V40 ThinQ এর ওজন 169 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন