অসাধারণ সমস্ত ছাড়ের মাধ্যমে শুরু হয়ে গেলো অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল 2024।নানারকম আধুনিক ইলেকট্রনিক্স জিনিসের উপর থাকছে অসাধারণ ছাড়।এই সেলে অফারের সুবিধা সহ কিনতে পাওয়া কাছে বিভিন্ন কম্পানির স্মার্টটিভি।Samsung,LG,TCL,Sony,Toshiba,
Hisense সহ আরো অনেক কিছুতে থাকছে সেরা অফার।তাই দেরি না করে শীঘ্রই দেখে নিন
Google জানিয়েছে Android 10 যেদিন লঞ্চ হয়েছিল সেই দিন থেকে এই আপডেট পাঠানো শুরু করেছে Essential আর Xiaomi। এছাড়াও Android 10 ওপেন বিটা প্রোগ্রাম শুরু করে দিয়েছিল OnePlus। Google জানিয়েছে গত বছর Project Treble এর অধীনে 7 টা কোম্পানির 7 টা স্মার্টফোন মডেলে Android Pie বিটা আপডেট পৌঁছেছিল। চলতি বছর 12 টা কোম্পানির 18 টা স্মার্টফোন মডেলে এই প্রোজেক্টের অধীনে Android 10 বিটা আপডেট পৌঁছাবে।
ধবার পাওয়া যাবে LG W10 আর W30। এই দুটি ফোনের ক্যামেরায় থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলেন্স সাপোর্ট। সাথে থাকছে নাইট মোড, পোট্রেট, বোকেহ আর ওয়াইড অ্যাঙ্কেল মোড।
LG G8 ThinQ ফোনে একটি 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর 6.1 ইঞ্চি ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে থাকবে লেটেস্ট Sanpdragon 855 চিপসেট। এছাড়াও থাকছে 3,400 mAh ব্যাটারি। সম্প্রতি প্রকাশিত ছবিতে ইতিমধ্যেই জানা গিয়েছে এই ফোনে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে।