ডুয়াল ডিসপ্লে সহ লঞ্চ হল LG V60 ThinQ 5G। এই ফোনে রয়েছে Snapdragon 865 চিপসেট, 5,000 mAh ব্যাটারি।
LG V60 ThinQ 5G -তে Snapdragon 865 চিপসেট থাকছে
ডুয়াল ডিসপ্লে সহ লঞ্চ হল LG V60 ThinQ 5G। এই ফোনে রয়েছে Snapdragon 865 চিপসেট, 5,000 mAh ব্যাটারি। USV Type-C পোর্টের মাধ্যমে এই ফোনের সঙ্গে দ্বিতীয় ডিসপ্লে যোগ করা যাবে। নতুন ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। ক্যামেরায় 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট থাকছে।
আপাতত উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ায় বিক্রি শুরু হবে LG V60 ThinQ 5G। মার্চে এই ফোন বিক্রি শুরু হচ্ছে। প্রত্যেক দেশে এই ফোনের দাম ঘোষণা করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। নীল ও সাদা রন্মগে এই ফোন পাওয়া যাবে।
LG V60 ThinQ 5G ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ স্টাইল নচ থাকছে। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। থাকছে একটি 6.8 ইঞ্চি প্লাস্টিক ওলেড ডিসপ্লে। এই ডিসপ্লে HDR 10+ সাপোর্ট থাকবে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 8GB RAM ও 256GB স্টোরেজ।
ফোনের পিছনে রয়েছে 64 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও টাইম অফ ফ্লাইট সেন্সর। ফোনের সামনে রয়েছে একটি 10 মেগাপিক্সেল ক্যামেরা। LG V60 ThinQ 5G ক্যামেরায় 8K ভিডিও রেকর্ড করা যাবে।
এটাই Realme 6 Pro! লঞ্চের আগে ফাঁস হল স্পেসিফিকেশন
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
এই ফোনে একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে। কানেক্টিভিটির জন্য রয়েছে 5G, LTE, Wi-Fi 802.11 ax, Bluetooth 5.1, NFC, USB Type-C, 3.5 মিমি অডিও জ্যাক। এই ফোনের ওজন 214 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Could Reportedly Use BOE Displays for Its Galaxy Smartphones, Smart TVs
OpenAI, Anthropic Offer Double the Usage Limit to Select Users Till the New Year