বিভিন্ন কোম্পানির স্মার্টফোনে লেটেস্ট অ্যানড্রয়েড আপডেটের জন্য গত কয়েক বছর ধরে বেশ সক্রিয় Google। এই জন্য বছর দুই আগে শুরু হয়েছিল Project Treble। মার্কিন টেক কোম্পানিটি জানিয়েছে Android Oreo অপারেটিং সিস্টেমের তুলনায় অনেক বেশি ভার্সানে পৌঁছেছে Android Pie। এবার জনপ্রিয় কোম্পানিগুলির স্মার্টফোনে জলদি Android 10 আপডেট পাঠাতে উদ্যোগী হয়েছে Google। Samsung, Oppo, Motorola, LG সহ বিভিন্ন জনপ্রিয় কোম্পানির স্মার্টফোনে চলতি বছরের শেষে Android 10 আপডেট পৌঁছে যাবে।
এক ব্লগ পোস্টে Google জানিয়েছে Android 10 যেদিন লঞ্চ হয়েছিল সেই দিন থেকে এই আপডেট পাঠানো শুরু করেছে Essential আর Xiaomi। এছাড়াও Android 10 ওপেন বিটা প্রোগ্রাম শুরু করে দিয়েছিল OnePlus। ইতিমধ্যেই OnePlus 7 সিরিজ আর OnePlus 6 সিরিজ ফোনে Android 10 পৌঁছে গিয়েছে। চলতি বছরের শেষে Asus, LG, Motorola, Oppo, Realme, Samsung, Sharp, Sony, Transsion আর Vivo ফোনে Android 10 আপডেট পৌঁছে যাবে।
স্মার্টফোনে নেশাগ্রস্থ? আসক্তি কমানোর উপায় নিয়ে এল Google
এছাড়াও Google জানিয়েছে গত বছরের তুলনায় এই বছর Android আপডেটের ব্যাপারে বেশি তৎপরতা দেখিয়েছে Samsung। চলতি বছর 12 অক্টোবর Android 10 বিটা আপডেট পাঠাতে শুরু করেছিল Samsung। গত বছর 15 নভেম্বর Android Pie বিটা আপডেট পাঠানো শুরু করেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
Google জানিয়েছে গত বছর Project Treble এর অধীনে 7 টা কোম্পানির 7 টা স্মার্টফোন মডেলে Android Pie বিটা আপডেট পৌঁছেছিল। চলতি বছর 12 টা কোম্পানির 18 টা স্মার্টফোন মডেলে এই প্রোজেক্টের অধীনে Android 10 বিটা আপডেট পৌঁছাবে। Project Treble এর এই সাফল্যে কোম্পানি সন্তোষ প্রকাশ করেছে।
কোয়ান্টাম কম্পিউটিংয়ে বিপ্লব! হাজার বছরের গণনা মুহূর্তে করছে Google
সম্প্রতি Android 10 অপারেটিং সিস্টেম লঞ্চ করেছিল Google। চলতি বছর মে মাসে প্রকাশিত এক রিপোর্টে Google জানিয়েছিল মোট Android ফোনের 10.4 শতাংশে Android Pie ভার্সান চলে। 28.3 শতাংশ ফোনে চলে Android Oreo। পরে অগাস্ট মাসে প্রকাশিত রিপোর্টে 22.6 শতাংশ ফোনে Android Pie চলার খবর জানিয়েছিল Google।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন