Mi 9 ফোনে থাকতে চলেছে লেটেস্ট Qualcomm Snapdragon 855 চিপসেট। এর সাথেই থাকবে একটি 6.4 ইঞ্চি AMOLED ডিসপ্লে, ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর 3,500 mAh ব্যাটারি।
Mi 9 ফোনের ট্রিপল ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তার পরেই বাজারে আসতে চলেছে Xiaomi –র পরবর্তী ফ্ল্যাগশিপ Mi 9। আগামী বুধবার বেজিং এ এক ইভেন্টে লঞ্চ হবে Mi 9। লঞ্চের আগেই বাজার গরম রাখতে নিয়মিত এই ফোনের ঝলক প্রকাশ করছে চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই এই Mi 9 ফোনের ডিসপ্লের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল Xiaomi। এবার ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরায় তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শিরোনামে এল Mi 9।
ইতিমধ্যেই এক টিজারে Mi 9 ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরার ছবি প্রকাশিত হয়েছিল। নতুন টিজারে সেই ক্যামেরায় তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে চিনের কোম্পানিটি। Mi 9 ফোনের ট্রিপল ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। এই সেন্সারে থাকছে 4 ইন 1 সুপার পিক্সেল টেকনোলজি। অর্থাৎ কম আলোতে ছবি তোলার সময় বেশি আলো ধরার জন্য চারটি পিক্সেল একসাথে যোগ হয়ে একটি পিক্সেলের কাজ করবে। পিক্সেলের সাইজ চার গুন হয়ে যাওয়ার কারনে কম আলোব্জতেও ঝকঝকে ছবি তুলতে পারবে এই ফোনের ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে f/1.75 অ্যাপারচার। পিক্সেল সাইজ 0.8 মাইক্রন।
আরও পড়ুন: হালকা পাতলা দুটি নতুন ট্যাবলেট নিয়ে এল Samsung
![]()
Mi 9 ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার
ছবি: Xiaomi
সেকেন্ডারি ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল সেন্সার। এই ক্যামেরার সাথে থাকছে একটি 117 ডিগ্রি ওয়াইফড অ্যাঙ্গেল লেন্স। f/2.2 অ্যাপারচারের এই ক্যামেরার পিক্সেল সাইজ 1.0 মাইক্রন। মাত্র 4 সেন্টমিটার দুরত্ব থেকে এই ক্যামেরা ব্যবহার করে এই ক্যামেরা থেকে ম্যাক্রো ফটোগ্রাফি করা যাবে। ওয়াইড লেন্সে ডিসটরর্শান কমানোর জন্য বিশেষ অ্যালগোরিদম ব্যবহার করেছে Xiaomi।
এই ফোনের তৃতীয় ক্যামেরাটি একটি 12 মেগাপিক্সেল টেলিফটো লেন্স। এই লেন্সে থাকছে 2X অপ্টিকাল জুম। সেলফি তোলার জন্য Mi 9 ফোনে থাকছে একটি 20 মেগাপিক্সেল সেন্সার। Xiaomi জানিয়েছে রিয়ার ক্যামেরার উপরে একটি বিশেষ কাঁচ ব্যবহার হয়েছে। দারুন শক্তোপোক্ত এই কাঁচে কোন ভাবেই স্ক্র্যাচ পড়বে না বলে জানিয়েছে কোম্পানি।
আরও পড়ুন: Mi 9 এ থাকবে লেটেস্ট Snapdragon প্রসেসর, জানালো Xiaomi
![]()
Mi 9 ফোনের ক্যামেরায় বিশেষ লেজার অটোফোকাস প্রযুক্তি ব্যবহার হয়েছে
ছবি: Xiaomi
অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে Xiaomi জানিয়েছে Mi 9 ফোনের ক্যামেরায় বিশেষ লেজার অটোফোকাস প্রযুক্তি ব্যবহার হয়েছে। PDAF ও CDAF এর মিশ্রনে কাজ করবে এই ফোনের অটোফোকাস। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
Mi 9 ফোনে থাকতে চলেছে লেটেস্ট Qualcomm Snapdragon 855 চিপসেট। এর সাথেই থাকবে একটি 6.4 ইঞ্চি AMOLED ডিসপ্লে, ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর 3,500 mAh ব্যাটারি। Mi 9 ফোনে লেটেস্ট Android 9 Pie অপারেটিং সিস্টেম এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging
Chandra’s New X-Ray Mapping Exposes the Invisible Engines Powering Galaxy Clusters