ভারতে পরবর্তী স্মার্টফোনের ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। এছাড়াও থাকছে ডুয়াল ক্যামেরা। কোন চিনের কোম্পানি নয়, এই সব ফিচার সহ মঙ্গলবার পরবর্তী স্মার্টফোন লঞ্চ করছে Micromax। । ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নতুন এই স্মার্টফোনের টিজার পোস্ট করেছে Micromax। এই টিজারে দেখা গিয়েছে পরবর্তী Micromax ফোনের ডিসপ্লের উপরে থাকছে নচ। আর ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। মঙ্গলবার দুপুরে এক ইভেন্টে ‘N-সিরিজের' এই স্মার্টফোন লঞ্চ করবে Micromax। দুপুর 12টায় শুরু হবে ইভেন্ট। এই স্মার্টফোন লঞ্চ সরাসরি দেখতে নীচের প্লে বাটনে ক্লিক করুন। এছাড়াও কোম্পানির অফিশিয়াল Facebook পেজ থেকে এই ইভেন্ট সরাসরি এই ইভেন্ট লাইভ দেখা যাবে।
আরও পড়ুন: মঙ্গলবার কখন, কোথায় পাওয়া যাবে Asus ZenFone Max Pro M2?
সম্প্রতি ভারতে Micromax এর অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি ছবি টুইট করা হয়েছে। সেই ছবিতে নতুন Micromax ফোনের ডিসপ্লের উপরে কালো নচ দেখা গিয়েছে। সাম্প্রতিক কালে এই ধরনের ডিসপ্লে ব্যবহার করে বাজারে জনপ্রিয়তা পেয়েছে Oppo ও Vivo –র মতো চিনের স্মার্টফোন কোম্পানিগুলি।
নতুন Micromax ফোনের ডিসপ্লে নচের মধ্যেই থাকবে সেলফি ক্যামেরা আর ফ্রন্ট LED ফ্ল্যাশ। তবে একটি না, ছবি দেখে মনে হচ্ছে নতুন Micromax ফোন থাকতে পারে ডুয়াল সেলফি ক্যামেরা।
আরও পড়ুন: এই স্মার্টফোনের হাত ধরে ফিরে এল HTC
ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেট আপ। এর সাথেই LED ফ্ল্যাশ দেখা গিয়েছে। টিজারে জানানো হয়েছে এই ফোনের ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকছে।
কয়েক বছইর আগেও ভারতে জনপ্রিয়তার শীর্ষে ছিল Micromax। সাম্প্রতিক ইতিহাসে চিনের স্মার্টফোন কোম্পানিগুলির জনপ্রিয়তার পরে প্রাসঙ্গিকতা হারাতে শুরু করেছিল এই ভারতীয় ব্র্যান্ড। লেটেস্ট ফিচার সহ নতুন এই ফোনের হাত ধরে ভারতের স্মার্টফোন বাজারে কামব্যাক করতে চাইছে Micromax।
আরও পড়ুন: ‘ডিসপ্লে নচ' নয়, এই ফোনে ডিসপ্লের মধ্যেই থাকছে সেলফি ক্যামেরা
মঙ্গলবার দুপুরে এক ইভেন্টে ‘N-সিরিজের' এই স্মার্টফোন লঞ্চ করবে Micromax। দুপুর 12টায় শুরু হবে ইভেন্ট। এই স্মার্টফোন লঞ্চ সরাসরি দেখতে নীচের প্লে বাটনে ক্লিক করুন। এছাড়াও কোম্পানির অফিশিয়াল Facebook পেজ থেকে এই ইভেন্ট সরাসরি এই ইভেন্ট লাইভ দেখা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন