Photo Credit: Weibo
আগামী সপ্তাহেই সামনে আসবে MIUI 12। Xiaomi-র নতুন Android স্কিনে যোগ হচ্ছে Dark Mode 2.0, নতুন অলওয়েজ অন ডিসপ্লে মোড। লঞ্চের আগে MIUI 12 এর নতুন সুরক্ষা ফিচার সামনে এল। স্মার্টফোনের সুরক্ষা ও গোপনীয়তা রক্ষা জন্য নতুন ভার্সনে বিশেষ মড যোগ হচ্ছে। এছাড়াও নোটস অ্যাপে নতুন ফিচার আসছে।
Xiaomi-র অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নতুন পোস্টে Privecy Brand লোগো সামনে এসেছে। কোম্পানি জানিয়েছে গ্রাহককে সুরক্ষা ও গোপনীয়তা নিশ্চিত করতে সব অ্যাপে এই লোগো ব্যবহার হবে। এই জন্য একটি ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক তৈরি করেছে Xiaomi। সার্ভারে ডেটা না পাঠিয়ে অফলাইনে এই ফ্রেমওয়ার্ক কাজ করতে পারবে। এর ফলে গ্রাহকের সুরক্ষা নিশ্চিত হবে।
একগুচ্ছ নতুন ফিচার সহ Xiaomi ফোনে আসছে MIUI 12
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
এছাড়াও MIUI 12 আপডেটে Notes অ্যাপে নতুন ফিচার যোগ হয়েছে। এবার থেকে এই অ্যাপে টু-ডু তালিকা তৈরি করা যাবে। নতুন অ্যাপের ইউজার ইন্টারফেস ঢেলে সাজিয়েছে Xiaomi। টু-ডু লিস্টে থাকছে কাস্টম টাইল সাপোর্ট।
27 এপ্রিল চিনে লঞ্চ হবে Mi 10 Lite। একই সঙ্গে সামনে আসবে MIUI 12।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন