অপেক্ষার অবসান। লঞ্চ হল Moto E5 আর Moto E5 Plus। Moto E5 Plus এ আছে 6 ইঞ্চি 18:9 ডিসপ্লে, বিশাল 5000 mAh ব্যাটারি আর লেটেস্ট স্টক Android। শুধুমাত্র Amazon.in থেকে Moto E5 Plus কেনা যাবে। এই বছর এপ্রিল মাসে ব্রাজিলে এই ফোন লঞ্চ করেছিল Motorola। একই সাথে সেই দেশে লঞ্চ হয়েছিল Moto E5 আর Moto E5 Play।
ভারতে Moto E5 Plus এর দাম 11,999 টাকা। শুধুমাত্র Amazon.in ও Moto Hub থেকেই এই ফোন কেনা যাবে। ব্ল্যাক, ফাইন গোল্ড ও ফ্ল্যাশ গ্রে কালার ভেরিয়েন্টে ভারতে Moto E5 Plus কেনা যাবে। 11 জুলাই রাত 12 টা থেকে এই ফোন কেনা যাবে।
শুধুমাত্র 11 ও 12 জুলাই Moto E5 Plus কিনলে লঞ্চ অফার পাবেন গ্রাহকরা। SBI কার্ডের গ্রাহকরা 800 টাকা ছাড় পাবেন। এর সাথেই 9 মাসের নো কস্ট EMI এর সুবিধা পাবেন SBI কার্ডের গ্রাহকরা। Jio গ্রাহকরা Moto E5 Plus এর সাথে 130GB অতিরিক্ত ডাটা পেয়ে যাবেন। MotoHub থেকে Payttm এর মাধ্যমে পেয়েন্ট করলে গ্রাহকরা 1200 টাকার ক্যাশব্যাক পাবেন। এই ক্যাশব্যাক বিল পেমেন্ট ও রিচার্জে ব্যবহার করা যাবে।
Moto E5 এর দাম 9,999 টাকা। ইতিমধ্যেই Amazon.in ও Moto Hub এ এই ফোনের বিক্রি শুরু হয়ে গিয়েছে।
ডুয়াল সিম Moto E5 Plus এ চলবে স্টক Android 8.0 Oreo। Moto E5 Plus এ থাকবে একটি 6 ইঞ্চি IPS ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। Moto E5 Plus এ থাকবে Qualcomm Snapdragon 430 চিপসেট আর 3GB RAM ও 32GB স্টোরেজ।
আগেই জানানো হয়েছে Moto E5 Plus এ আছে 5000 mAh ব্যাটারি। এর সাথেই থাকছে কোম্পানির নিজস্ব টার্বো পাওয়ার চার্জিং টেকনোলজি। Moto E5 Plus এর বাক্সের সাথে একটি 15W ফাস্ট চার্জার দেবে কোম্পানি। এই চার্জারে পাত্র 15 মিনিটে 6 ঘন্টার চার্জ পাওয়া যাবে। এছাড়াও Moto E5 Plus এ থাকবে একটি 12MP অটোফকাস ক্যামেরা। সেলফি তোলার জন্য Moto E5 Plus এর সামনে একটি 8MP ক্যামেরা থাকবে।
ডুয়াল সিম Moto E5 এও চলবে স্টক Android 8.0 Oreo। Moto E5 এ থাকবে একটি 5.7 ইঞ্চি IPS ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। Moto E5 এ থাকবে Qualcomm Snapdragon 425 চিপসেট আর 2GB RAM ও 16GB স্টোরেজ।
Moto E5 এ আছে 4000 mAh ব্যাটারি। এই ফোনেও থাকছে কোম্পানির নিজস্ব টার্বো পাওয়ার চার্জিং টেকনোলজি। তবে Moto E5 এর বাক্সে একটি 10W চার্জার থাকবে। এছাড়াও Moto E5 এ থাকবে একটি 13MP অটোফকাস ক্যামেরা। সেলফি তোলার জন্য Moto E5 এর সামনে একটি 5MP ক্যামেরা থাকবে। কানেক্টিভিটির জন্য Moto E5 এ থাকবে 4G LTE, Wi-Fi, Bluetooth 4.2 LE, GPS/ A-GPS, FM রেডিও, 3.5মিমি হেডফোন জ্যাক আর Micro-USB পোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন