নতুন একটি মিডরেঞ্জ স্মার্টফোন লঞ্চ করল Motorola। চিনে Moto P30 নামে এই ফোনটি লঞ্চ করা হয়েছে। এই ফোনে iPhone X এর মতো ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। Moto P30 ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18.7:9। Moto P30 এর ভিতরে জনপ্রিয় Qualcomm Snapdragon 636 চিপসেট ব্যবহার করা হয়েছে। এই ফোনে Android 8.0 Oreo অপারেটিং সিস্টেম চলবে। একই সাথে কোম্পানির কোন ফোনগুলিতে লেটেস্ট Android Pie আপডেট পৌঁছাবে তা জানিয়েছে Motorola।
চিনে 6GB RAM আর 64GB স্টোরেজ Moto P30-এর দাম 2,099 ইউয়ান (প্রায় 21,400 টাকা)। তবে 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য খরচ হবে 2,499 ইউয়ান (প্রায় 25,400 টাকা)। 15 সেপ্টেম্বর থেকে চিনে Moto P30 বিক্রি শুরু হবে। অরোরা ব্লু, হোয়াইট ও ব্ল্যাক কালার ভেরিয়েন্টে চিনে এই ফোন লঞ্চ করেছে Motorola। সোশাল মিডিয়ায় কোম্পানি জানিয়েছে চিনের জন্য বিশেষভাবে এই ফোন ডিজাইন করেছে Motorola।
ডুয়াল সিম Moto P30 তে Android 8.0 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই কোম্পানির নিজস্ব ZUI 4.0 স্কিন চলবে। Moto P30 তে থাকবে একটি 6.2 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনেরভিতরে থাকছে অক্টা-কোর Qualcomm Snapdragon 636 চিপসেট 6GB RAM আর 64GB/128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Moto P30 তে থাকবে একটি ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 16MP প্রাইমারি সেন্সার ও একটি 5MP সেকেন্ডারি সেন্সার ব্যবহার করা হয়েছে। এর সাথেই থাকবে ডুয়াল টোন LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য Moto P30 তে একটি 12MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করেছে Motorola ।
কানেক্টিভিটির জন্য Moto P30 তে থাকছে 4G LTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi 802.11ac সাথে hotspot, Bluetooth v5.0 LE, USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে একটি 3000 mAh ব্যাটারি ব্যবহার করেছে Motorola। Moto P30-র ওজন 170 গ্রাম।
কোমপানির কোন ফোনে Android 9 Pie আপডেট এসে পৌঁছাবে তার তালিকা প্রকাশ করেছে Motorola। এই তালিকায় দেখা গিয়েছে Moto Z3, Moto Z3 Play, Moto Z2 Force Edition, Moto Z2 Play, Moto X4, Moto G6, Moto G6 Play, Moto G6 Plus এই বছরের শেষের দিকে Android Pie আপডেট পাঠানো শুরু করবে কোম্পানি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন