Motorola P40 Play ফোনে থাকবে 5.6 ইঞ্চি ডিসপ্লে। থাকছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। Motorola P40 Play ফোনের আয়তন 147.7x71.5x9.2 মিমি।
Photo Credit: OnLeaks/ CompareRaja
Motorola P40 Play
ইতিমধ্যেই একাধিক রিপোর্টে Motorola P40 ফোনের ছবি ও স্পেসিফিকেশন সামনে এসেছে। এবার Motorola P40 Play ফোনের ছবি ও স্পেসিফিকেশন ইনয়টারনেটে ফাঁস হল। এটাই নতুন P40 সিরিজের সবথেকে সস্তা স্মার্টফোন হতে চলেছে। নতুন ফোনে ডুয়াল ক্যামেরার সাথেই থাকছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। সম্প্রতি Motorola P40 Power ফোনে ট্রিপল ক্যামেরা আর পাঞ্চ হোল ডিসপ্লে দেখা গিয়েছিল।
OnLeaks ও CompareRaja ওয়েবসাইটে Motorola P40 Play ফোনের ছবি ফাঁস হয়েছে। ছবিতে কালো রঙে এই ফোন দেখা গিয়েছে। ফোনের ডিসপ্লের উপরে থাকছে ছোট্ট নচ। ডিসপ্লের নীচে তুলনামুলক চওড়া বেজেল চোখে পড়েছে। ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা আর LED ফ্ল্যাশ। এছাড়াও Motorola P40 Play ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
রিপোর্টে জানানো হয়েছে Motorola P40 Play ফোনে থাকবে 5.6 ইঞ্চি ডিসপ্লে। থাকছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। Motorola P40 Play ফোনের আয়তন 147.7x71.5x9.2 মিমি।
Motorola P40 Power ফোনে থাকবে একটি 6.2 ইঞ্চি ডিসপ্লে। ফোনের পিছনে থাকছে তিনটি 12 মেগাপিক্সেল সেন্সার আর USB Type-C পোর্ট। এছাড়াও থাকছে একটি 3.5 মিমি অডিও জ্যাক।
সম্প্রতি Motorola P40 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল। এই ফোনে থাকবে exynos 9610 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। Motorola P40 ফোনে থাকছে 48 মেগাপিক্সেল ক্যামেরা আর 3,500 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Redmi Note 15 Pro 5G India Launch Seems Imminent After Smartphone Appears on Geekbench
CERT-In Urges Android Users to Update Smartphones After Google Patches Critical Dolby Vulnerability