মার্চে ভারতে লঞ্চ হয়েছিল Motorola Razr (2019)। এটাই কোম্পানির প্রথম ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন। 2 এপ্রিল ভারতে এই ফোন বিক্রি শুরু হওয়ার কথা ছিল।
আগামী মাসে বিক্রি শুরু হবে Motorola Razr (2019)
মার্চে ভারতে লঞ্চ হয়েছিল Motorola Razr (2019)। এটাই কোম্পানির প্রথম ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন। 2 এপ্রিল ভারতে এই ফোন বিক্রি শুরু হওয়ার কথা ছিল। পরে এই ফোন বিক্রির দিন পিছিয়ে 15 এপ্রিল করেছিল কোম্পানিটি। কিন্তু লকডাউনের সময়সীমা পিছিয়ে যাওয়ার কারণে Motorola জানিয়েছে 6 মে বিক্রি শুরু হবে Motorola Razr (2019)। এই ফোনের একটি ফোল্ডেবল ওলেড ডিসপ্লের সঙ্গেই রয়েছে একটি ছোড় ডিসপ্লে। এই ডিসপ্লেতে সহজেই নোটিফিকেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাবে।
Motorola Razr (2019) -এর দাম 1,24,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে কালো রঙে এই ফোন পাওয়া যাবে।
Motorola Razr (2019) -এ একটি 6.2 ইঞ্চি ফ্লেক্সিবেল ওলেড ডিসপ্লে ব্যবহার হয়েছে।ফোনের বাইরে থাকছে একটি 2.7 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, 6GB RAM ও 128GB স্টোরেজ।
এই ফোনে রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা ব্যবহার করেই ফোনের বাইরে ছোট ডিসপ্লের মাধ্যমে সেলফি তোলা যাবে। যদিও এই ফোনের ডিসপ্লের উপরে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। ভিডিও কল করতেও এই ক্যামেরা ব্যবহার করা যাবে।
দেশবাসীকে Aarogya Setu অ্যাপ ডাউনলোড করার আহ্বান প্রধানমন্ত্রীর
Motorola Razr (2019) এ কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট। রয়েছে একটি অপটিকাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ভিতরে রয়েছে 2,510mAh ব্যাটারি। এই ফোনের ওজন 205 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Activision Working on 'Next Era' of Call of Duty, Won't Do Back-to-Back Black Ops, Modern Warfare Releases
WhatsApp Prepares to Expand Ads on Status and Channels to More Users