দেশবাসীকে Aarogya Setu অ্যাপ ডাউনলোড করার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। চলতি মাসে করোনাভাইরাস সংক্রমণ ট্র্যাক করতে এই অ্যাপ নিয়ে এসেছিল কেন্দ্র।
দেশবাসীকে Aarogya Setu অ্যাপ ডাউনলোড করার অনুরোধ করেন প্রধানমন্ত্রী
মঙ্গলবারের ভাষণে দেশবাসীকে Aarogya Setu অ্যাপ ডাউনলোড করার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। চলতি মাসে করোনাভাইরাস সংক্রমণ ট্র্যাক করতে এই অ্যাপ নিয়ে এসেছিল কেন্দ্র। প্রথম তিন দিনে 50 লক্ষ ডাউনলোড হয়েছিল এই অ্যাপ। জিপিএস ও ব্লুটুথ ব্যবহার করে এই অ্যাপ করোনাভাইরাস সংক্রমণ ট্র্যাক করবে। যদিও এই অ্যাপ ব্যবহারের ফলে নাগরিকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা।
“Aarogya Setu অ্যাপ ডাউনলোড করে করোনাভাইরাস সংক্রমণ রুখতে সাহায্য করুন। আশেপাশের মানুষকেও এই অ্যাপ ডাউনলোড করার আহ্বান জানান।” মঙ্গলবার ভাষণে বলেন প্রধানমন্ত্রী।
এই প্রথম দেশের মানুষকে এই অ্যাপ ডাউনলোড করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকরা Aarogya Setu অ্যাপ ডাউনলোড করতে পারবেন।
2 এপ্রিল Aarogya Setu অ্যাপ সামনে এসেছিল। প্রথম তিন দিনে 50 লক্ষ ডাউনলোড হয়েছিল এই অ্যাপ। মাত্র দুই সপ্তাহে 4 কোটি মানুষ এই অ্যাপ ব্যবহার শুরু করেছেন।
সম্প্রতি বিশ্ব ব্যাঙ্ক ভারত সরকারের Aarogya Setu অ্যাপের প্রশংসা করেছিল। সিঙ্গাপুর সহ অন্যান্য দেশেও একই ধরনের অ্যাপ সামনে এসেছে।
লকডাউনে রোজগারের সুযোগ করে দিল Jio! রিচার্জ করলেই মিলবে কমিশন
যদিও এই অ্যাপ ব্যবহারে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। সেখানে বলা হয়েছে ব্যবহারকারীর বিভিন্ন ব্যক্তিগত তথ্য ও লোকেশন হিস্ট্রি ক্লাউডে সেভ করে এই অ্যাপ। “ব্যবহারকারীর লোকেশন ট্র্যাক করার সঙ্গেই অন্য কোন ব্যবহারকারীর কাছাকাছি এলে তা জানায় এই অ্যাপ।“ জানিয়েছে নিউ ইয়র্কের সফওয়্যার ফ্রিডম ল সেন্টার (SFLC.in)।
রিভার্স ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে বিশেষজ্ঞদের সুরক্ষা পরীক্ষায় বাধা দিচ্ছে এই অ্যাপ। ফলে তথ্যের গোপনীয়তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
SFLC.in এর মতোই ইন্টারন্যাশনাল ফ্রিডম ফাউন্ডেশন (IFF) চলতি সপ্তাহে জানিয়েছেন, “সিঙ্গাপুর ও এমআইটির অ্যাপের মতো নয়, ভারতের কনট্যাক্ট ট্রেসিং অ্যাপের স্বচ্ছতায় ঘাটতি রয়েছে।”
গোপনীয়তা নিয়ে প্রশ্ন থাকলেও প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে অনেকেই এই অ্যাপ ডাউনলোড শুরু করবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Microsoft CEO Satya Nadella Says AI Must Evolve From Models to Systems for Real-World Impact
Samsung Unveils AI-Powered Home Ecosystem With Bespoke Home Appliances at CES 2026