Motorola Razr 60-এর দাম 10,000 টাকা কমল, সবচেয়ে সস্তায় স্টাইলিশ ফোল্ডেবল স্মার্টফোন

আকর্ষণীয় ডিজাইন এবং ফিচার্সে ভরপুর Motorola Razr 60 বিক্রি হচ্ছে 10,000 টাকার বিশাল ছাড়ে।

Motorola Razr 60-এর দাম 10,000 টাকা কমল, সবচেয়ে সস্তায় স্টাইলিশ ফোল্ডেবল স্মার্টফোন

Photo Credit: Motorola

Motorola Razr 60 বিক্রি হচ্ছে 10,000 টাকা ছাড়ে

হাইলাইট
  • Motorola Razr 60 লঞ্চ হয়েছিল 49,999 টাকায়
  • ফ্লিপকার্টে 10,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে
  • ক্রেডিট কার্ডে কিনলে আরও বেশি ছাড় মিলবে
বিজ্ঞাপন

দীপাবলি বা কালীপুজো একেবারে দরজায় কড়া নাড়ছে। উৎসবের আবহে বেড়েছে কেনাকাটার ধুম। তাই অনলাইন থেকে শুরু করে অফলাইনে ডিসকাউন্টের ফুলঝুড়ি নিয়ে নিয়ে হাজির হয়েছে বিভিন্ন ব্র্যান্ড। Flipkart Big Bang Diwali Sale তেমনই শত শত পণ্যে লোভনীয় ছাড় দিচ্ছে। যদি আপনি ভিন্ন স্বাদের স্মার্টফোন কিনতে চান, তাহলে এটাই উপযুক্ত সময়। কারণ আকর্ষণীয় ডিজাইন এবং ফিচার্সে ভরপুর Motorola Razr 60 বিক্রি হচ্ছে 10,000 টাকার বিশাল ছাড়ে। ক্ল্যামশেল স্টাইলের ফোল্ডেবল ফোনটি ভারতে লঞ্চের পর প্রথমবার এত সস্তায় পাওয়া যাচ্ছে। চলুন হ্যান্ডসেটটির নতুন দাম ও অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Motorola Razr 60 বিক্রি হচ্ছে 10,000 টাকা ছাড়ে

Motorola Razr 60 ভারতে চলতি বছরের মে মাসে 8 জিবি র‍্যাম এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছিল। তখন। তখন দাম ছিল 49,999 টাকা। আর এখন ফ্লিপ-ফোল্ডে ফোনটি ফ্লিপকার্টে 39,999 টাকায় বিক্রি  হচ্ছে। অর্থাৎ কোম্পানি 10,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে। এছাড়াও, Flipkart Axis এবং Flipkart SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করলে 1,998 টাকা অতিরিক্ত ডিসকাউন্ট মিলবে।

আবার মোটোরেলা রেজর 60-এর সঙ্গে পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 36,500 টাকা পর্যন্ত দাম পাওয়া যাবে। এক বছর বা 12 মাসের প্ল্যানে নো-কস্ট EMI এর সুবিধা রয়েছে। মাসিক কিস্তি দাঁড়াবে 3,330 টাকা। উল্লেখ্য, এই ডিসকাউন্ট ডিভাইসটির জিব্রাল্টার সি ও স্প্রিং বাড কালার ভেরিয়েন্টে উপলব্ধ। মনে রাখবেন, অফার যে কোনও মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। তাই কিনতে চাইলে সময় নষ্ট না করাই শ্রেয়।

Motorola Razr 60 স্পেসিফিকেশন

এই ফ্লিপ ফোনে 6.9 ইঞ্চি ফোল্ডেবল LTPO AMOLED ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার, 3,000 নিট পিক ব্রাইটনেস, 1,080 x 2,604 পিক্সেল রেজোলিউশন অফার করে। ফোনটির পিঠে একটি 3.6 ইঞ্চি সেকেন্ডারি AMOLED ডিসপ্লে আছে। এটি 90 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, 1,700 নিট পিক ব্রাইটনেস, এবং 1,056 x 1,066 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে।

মোটোরোলা রেজর 60 চলে MediaTek Dimensity 7400x প্রসেসরে। এর সঙ্গে Mali-G615 MC2 জিপিইউ আছে। হ্যান্ডসেটটি Android 15 অপারেটিং সিস্টেমে রান করে। ফটোগ্রাফির জন্য, রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS ও f/1.7 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 13 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা বর্তমান। মেইন স্ক্রিনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনটিতে 30W ওয়্যার্ড এবং 15W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ 4,650mAh ব্যাটারি রয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. এত কম দামে ফোল্ডেবল ফোন! 60,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Samsung Galaxy Z Fold 6
  2. Redmi 15C এর দাম ভারতে আসার আগেই ফাঁস, কম দামে 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা থাকবে
  3. Realme P4x ডিসেম্বর 4 লঞ্চ হচ্ছে, থাকবে 144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি, 120 FPS-এ গেম খেলা যাবে
  4. Poco F8 Pro ও Poco F8 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, প্রসেসর, ক্যামেরা, এবং ফিচার্সে চমক
  5. iQOO 15 ভারতে 100W ফাস্ট চার্জিং, 16GB র‍্যাম ও 100x জুম ক্যামেরা সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  6. Lava Agni 4-এর সেল শুরু, 2000 টাকা ছাড়ে মিলছে সবথেকে শক্তিশালী স্বদেশি স্মার্টফোন
  7. 2025 সালের শেষে ধামাকা অফার, Google এর ফোল্ডেবল ফোন 53,000 টাকা সস্তা হল
  8. দুর্ধর্ষ ফিচার্সের iQOO 15 রাত পোহালে দেশে লঞ্চ হবে,দাম-ফিচার্স কেমন হবে জেনে নিন
  9. Realme GT 8 Pro-এর সেল শুরু, 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির স্মার্টফোন 5000 টাকা ছাড়ে মিলছে
  10. Oakley Meta Glasses: মেটার AI চশমা স্মার্টফোনের যাবতীয় কাজ করবে, পয়লা ডিসেম্বর ভারতে আসছে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »