কোম্পানির নতুন ফোল্ডবল স্মার্টফোন হিসেবে উন্মোচিত হয়েছে Motorola Razr 60 Ultra

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 15 মে 2025 10:48 IST
হাইলাইট
  • Motorola Razr 60 Ultra-ফোনটিতে 50-মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা ইউনিট আ
  • এটি তিনটি প্রধান OS আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাবে
  • হ্যান্ডসেটটি 68W তারযুক্ত, 30W তারবিহীন এবং 5W বিপরীত চার্জিং ব্যবস্থাক

Motorola Razr 60 Ultra কভার স্ক্রিনে কর্নিং গরিলা গ্লাস সিরামিক সুরক্ষা রয়েছে

Photo Credit: Motorola

Motorola Razr 60 Ultra-ফোনটি ভারতে মঙ্গলবার লঞ্চ করা হয়েছে। ক্যামসেল ফোল্ডবল ফোনটি কোয়ালকমের ফ্লাগশিপ Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত এবং এটিতে 16 জিবি RAM যুক্তকরা হয়েছে। এটিতে একটি 4-ইঞ্চির কভার ডিসপ্লে, 7-ইঞ্চির অভ্যন্তরীণ স্ক্রিন, দুটি 50-মেগাপিক্সেলের সেন্সর এবং একটি 50-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। কোম্পানি ফোনটির সাথে তারযুক্ত এবং তারবিহীন দ্রুত চার্জিং সমর্থিত একটি 4,700mAh-ব্যাটারী যুক্ত করেছে। Razr 60 Ultra-ফোনটি এপ্রিল মাসে বেস Motorola Razr 60-ফোনটির সাথে বিশ্বের বাজারে উন্মোচিত হয়েছে।

ভারতে Motorola Razr 60 Ultra-ফোনটির দাম এবং উপলব্ধতা:

একটি সাংবাদিক বৈঠকে কোম্পানি জানিয়েছে যে, ভারতে Motorola Razr 60 Ultra-এর 16জিবি+512জিবি বিকল্পটির দাম 99,999টাকা। গ্রাহকরা বাছাই করা ব্যাংকের কার্ড দ্বারা কেনাকাটা করলে এটির দাম 10,000-টাকার তাৎক্ষণিক ছাড়ের সাথে 89,999-টাকায় কেনা যাবে। কিছু গ্রাহকের জন্য 7, 500-টাকার 12 মাসের No-Cost-EMI-এর সুবিধা আছে।

749-টাকা এবং তার চেয়ে বেশি টাকার রিলায়েন্স জিও পোস্ট-পেইড ব্যবহারকারীরা 15,000-টাকার সুবিধা উপভোগ করতে পারবেন যার মধ্যে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, জিও টিভি, JioAICloud-এর সুবিধা দেওয়া হয়েছে,পাশাপাশি 36-মাসের জন্য 10জিবি ডাটা ভাউচার এবং আরো সুবিধা যুক্তকরা হয়েছে।

হ্যান্ডসেটটি মাউন্টেইন-ট্রেইল, রিও-রেড, স্কারাব বিকল্পে পাওয়া যাবে, এগুলি যথাক্রমে FSC-সার্টিফিকেশন যুক্ত কাঠ, ভেগ্যান লেদার এবং আলক্যান্তারা ফিনেসের সাথে এসেছে। দেশে এটি অ্যামাজন, রিলায়েন্স ডিজিট্যাল,অফিসিয়াল ওয়েবসাইট এবং কিছু বাছাইকরা অফলাইন খুচরো দোকানের মাধ্যমে কেনা যাবে।

Motorola Razr 60 Ultra-ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন:

Motorola Razr 60 Ultra-ফোনটিতে একটি 7-ইঞ্চির 1.5K (1224×2992 পিক্সেল) pOLED LTPO ফোল্ডবল প্রধান ডিসপ্লে আছে। যেটির রিফ্রেশ-রেট 165Hz, সর্বোচ্চ উজ্জ্বলতা লেভেল 4,000নিট, এটিতে HDR10+ এবং ডলবি ভিশনের সমর্থন আছে। অন্যদিকে ফোনটিতে একটি 4 ইঞ্চির (1272×1080 পিক্সেল) pOLED LTPO কভার স্ক্রিন আছে। এটির রিফ্রেস-রেট 165Hz এবং সর্বোচ্চ উজ্জ্বলতা লেভেল 3,000নিট।এটি কর্নিং গরিলা গ্লাসের সিরামিক সুরক্ষা পেয়েছে।

হ্যান্ডসেটটি Snapdragon 8 Elite SoC-দ্বারা সজ্জিত এবং সাথে 16জিবি LPDDR5X RAM ও 512জিবি UFS 4.1 স্টোরেজ যুক্ত করা হয়েছে। ফোনটি Android 15-ভিত্তিক Hello UI-দ্বারা চালিত। এটি তিনবছরের প্রধান OS আপগ্রেড এবং চারবছরের সিকিউরিটি আপডেটগুলি পাবে। ফোনটি Moto AI 2.0 স্যুটের সাথে এসেছে এবং ফোনটির বামদিকের কাঠামোতে একটি ডেডিকেটেড Moto AI key দেওয়া আছে।

ক্যামেরার ক্ষেত্রে ফোনটিতে f/1.8-অ্যাপারচার, OIS-সহ 50 মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা আছে এবং একটি 2.0 অ্যাপারচার সহ 50-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড শুটার আছে। ফোনটির অভ্যন্তরে f/2.0-অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে।

নিরাপত্তার জন্য ফোনটিতে ফেস আনলক ফিচার এবং ফোনটির পাশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য এটি IP48 রেটিং পেয়েছে। সংযোগের ক্ষেত্রে ফোনটিতে 5G, WiFi, ব্লুটুথ 5.4, GPS, NFC, এবং একটি USB Type-C-পোর্ট আছে।

Advertisement

হ্যান্ডসেটটি 68W তারযুক্ত TurboPower, 30W তারবিহীন এবং 5W বিপরীত চার্জিং সমর্থিত একটি 4,700mAh-ব্যাটারী দ্বারা চালিত। ভাঁজ না থাকাকালীন ফোনটির পরিমাপ 73.99×171.48×7.19মিমি এবং ওজন 199-গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে।
...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. HMD Fusion 2 ফিরিয়ে আনছে মডিউলার ফোনের যুগ, 108MP ক্যামেরায় তুলবে সেরা ছবি
  2. মনস্টার 7,800mAh ব্যাটারি ও চাম্পিয়ন প্রসেসর সহ দুর্ধর্ষ OnePlus ফোন সোমবার লঞ্চ হচ্ছে
  3. Realme-এর 7000mAh ব্যাটারি ও 120W ফাস্ট চার্জিং ফোন 7,000 টাকা সস্তা হল!
  4. Oppo Reno 15 ও Reno 15 Pro আসছে 200MP ক্যামেরার সঙ্গে, রেনো সিরিজের ইতিহাসে প্রথম!
  5. Zoho Pay: ফোনপে, পেটিএম-কে টেক্কা দিতে আসছে স্বদেশি UPI পেমেন্ট অ্যাপ জোহো পে
  6. 39,999 টাকা দামের Samsung স্মার্টফোন 16,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে, অফার মিস করলে পস্তাবেন
  7. Vivo X300 সিরিজ DSLR-এর মতো ক্যামেরা নিয়ে শীঘ্রই ভারতে আসছে
  8. Redmi K90 সস্তায় প্রিমিয়াম ফোন কেনার স্বপ্নপূরণ করতে লঞ্চ হল, কম দামে দুর্দান্ত ফিচার্স
  9. Redmi K90 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, Bose-এর সাউন্ড ও দুর্ধর্ষ ফিচার্সে করল বাজিমাত
  10. OnePlus আনছে 8,000mAh ব্যাটারির সুপারফোন! লঞ্চ হবে 2025 সালের শেষে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.