Motorola Signature is powered by Snapdragon 8 Gen 5 chipset
Photo Credit: Motorola
Motorola Signature জানুয়ারির শুরুতে গ্লোবাল মার্কেটের জন্য কনজিউমার ইলেকট্রনিক্স শো 2026 (CES 2026)-এ লঞ্চ হয়েছিল। এটি মোটোরোলার নয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবং Signature সিরিজের প্রথম মডেল। হ্যান্ডসেটটি এবার ভারতে প্রবেশ করতে চলেছে। সম্প্রতি ডিভাইসটির জন্য বিশেষভাবে তৈরি একটি মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছিল হয়েছিল। আর এখন ভারতে Motorola Signature মডেলের লঞ্চের তারিখ এবং রিটেল বাক্সের প্রাইস ফাঁস হয়েছে। এই স্মার্টফোনে চারটি 50 মেগাপিক্সেল ক্যামেরা, Dolby Vision ফরম্যাটে 8K ভিডিও রেকর্ডিং, Dolby Atmos সাউন্ড, ও IP68 + IP69 ধুলো এবং জলরোধী রেটিং-সহ একাধিক আকর্ষণীয় ফিচার্স রয়েছে।
টেক ব্লগার সঞ্জু চৌধুরির X পোস্ট থেকে জানা গিয়েছে, Motorola Signature ফোনটির 16 জিবি র্যাম + 1 টিবি (টেরাবাইট) অনবোর্ড স্টোরেজ ভার্সনের বক্স প্রাইস (MRP) হচ্ছে 84,999 টাকা। তবে মনে রাখা দরকার, স্মার্টফোনের বক্স প্রাইস সাধারণত আসল দামের চেয়ে কিছুটা বেশি রাখা হয়। সেই কারণে হ্যান্ডসেটটির প্রকৃত বিক্রয়মূল্য কম হতে পারে।
মোটোরোলা সিগনেচার ভারতে জানুয়ারির 23 তারিখে অফিসিয়ালি লঞ্চ হবে বলে দাবি করা হয়েছে। ফোনটি এ দেশে অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলির মধ্যে ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি হবে। এটি দু'টি প্যানটোন কিউরেটেড কালার অপশনে উপলব্ধ হবে — মার্টিনি অলিভ এবং কার্বন। ডিভাইসটির ভারতীয় সংস্করণে গ্লোবাল ভার্সনের মতো স্পেসিফিকেশন ও হার্ডওয়্যার থাকবে বলে আশা করা যায়।
মোটোরোলা সিগনেচার ফোনের সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। এর সাথে একটি মাল্টিস্পেকট্রাল 3-ইন-1 লাইট সেন্সরও আছে। ফোনটি Snapdragon 8 Gen 5 প্রসেসর দ্বারা পরিচালিত৷
এই ফোনে 6.8 ইঞ্চি LTPO অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 6,200 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, ও HDR10+ সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। ফোনে লেটেস্ট Android 16 প্রি-ইনস্টল করা আছে।
কোম্পানি সাতটি মেজর Android OS আপগ্রেড এবং সাত বছর সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। এতে 5,200mAh সিলিকন-কার্বন ব্যাটারি রয়েছে যা 90W ওয়্যার্ড চার্জিং, 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং, এবং 5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। ফোনের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, NFC, ডুয়াল স্টেরিও স্পিকার, Corning Victus 2 প্রটেকশন, এয়ারক্রাফ্ট-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, ইত্যাদি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.