মোটোরোলা সিগনেচার ভারতে জানুয়ারি 23 লঞ্চ হবে বলে দাবি করা হয়েছে। এটি দু'টি প্যানটোন কিউরেটেড কালার অপশনে উপলব্ধ হবে — মার্টিনি অলিভ এবং কার্বন। ডিভাইসটির ভারতীয় সংস্করণে গ্লোবাল ভার্সনের মতো স্পেসিফিকেশন ও হার্ডওয়্যার থাকবে বলে আশা করা যায়।
ভারতে 2026 সালের জানুয়ারি মাসে Redmi Note 15 5G, Realme 16 Pro 5G, Realme 16 Pro+ 5G, Poco M8 5G, ও Oppo Reno 15 5G, Reno 15 Pro 5G, Reno 15 Pro Mini 5G, ও Motorola Signature ফোনের লঞ্চ কনফার্ম করা হয়েছে।