Motorola Signature has a total four 50-megapixel cameras
Photo Credit: Motorola
Motorola Signature ভারতে লঞ্চ হওয়ার ঠিক এক সপ্তাহের মাথায় সেল শুরু হয়েছে। এটি মোটোরোলার একটি সম্পূর্ণ নতুন প্রিমিয়াম ফোন, যা সেলে 10,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ মিলবে। স্মার্টফোনের সামনে ও পিছন মিলিয়ে 50 মেগাপিক্সেলের মোট চারটি ক্যামেরা আছে। ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর থাকায় পারফরম্যান্স নিয়ে কোনও অভিযোগের জায়গা দেবে না। মোটোরোলার সাতটি মেজর Android OS আপগ্রেড ও সাত বছর সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। এতে IP68 + IP69 ধুলো ও জল প্রতিরোধী রেটিং এবং Dolby Vision-এর সাথে 8K ভিডিও রেকর্ডিং ফিচার্স আছে।
Motorola Signature এর 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 59,999 টাকা। আর 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 64,999 টাকা ও 69,999 টাকা। Axis ও HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 5,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়ার কথা জানিয়েছে সংস্থা।
এছাড়াও, পুরনো স্মার্টফোন দিলে 5,000 টাকা পর্যন্ত অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস মিলতে পারে। ফলে সর্বোচ্চ 10,000 টাকা সাশ্রয় করা যেতে পারে। এটি ফ্লিপকার্ট, মোটোরোলা.ইন, ও অফলাইন রিটেল স্টোরে বিক্রি হচ্ছে। ফোনটি মার্টিনি অলিভ ও কার্বন কালার অপশনে কেনা যাবে।
স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, মোটোরোলা সিগনেচার ফোনের পিছনে তিনটি ক্যামেরা ইউনিট আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ একটি 50 মেগাপিক্সেল Sony LYTIA 828 প্রাইমারি ক্যামেরা সেন্সর), 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল Sony LYTIA 600 পেরিস্কোপ টেলিফটো লেন্স নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
ডিভাইসে 5,200mAh সিলিকন-কার্বন ব্যাটারি রয়েছে। এটি 90W টার্বোপাওয়ার চার্জিং, 5W রিভার্স চার্জিং, ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে এসেছে। ফোনের সামনে 6.8 ইঞ্চি LTPO অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 1.5K রেজোলিউশন, সর্বোচ্চ 6,200 নিট ব্রাইটনেস, 165 হার্টজ রিফ্রেশ রেট, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HDR10+, এবং ডলবি ভিশন সাপোর্ট করে।
Motorola Signature ফোনের অন্যান্য ফিচার্সের মধ্যে আছে এয়ারক্রাফ্ট-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, কপার মেশ লিকুইড মেটাল কুলিং সিস্টেম, ইন-স্ক্রিন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইত্যাদি। হ্যান্ডসেটে Android 16 প্রি-ইনস্টল করা আছে যা Android 23 ভার্সন পর্যন্ত আপগ্রেড হবে। ক্রেতারা ফোনটির সাথে 6 মাসের Perplexity Pro AI সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবে। আবার কিছু নির্দিষ্ট মডেলের ফোনের জন্য 7,500 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করছে কোম্পানি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.