মোটোরোলা সিগনেচার একঝাঁক প্রিমিয়াম ফিচার্সের সাথে এসেছে। ফোনের সামনে ও পিছন মিলিয়ে 50 মেগাপিক্সেলের মোট চারটি ক্যামেরা আছে। এতে Bose-এর সাউন্ড, IP68 + IP69 ধুলো ও জল প্রতিরোধী রেটিং, Dolby Vision-এর সাথে 8K ভিডিও রেকর্ডিং, এয়ারক্রাফ্ট-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, NFC, এবং কপার মেশ লিকুইড মেটাল কুলিং সিস্টেম আছে।
মোটোরোলা সিগনেচার ভারতে জানুয়ারি 23 লঞ্চ হবে বলে দাবি করা হয়েছে। এটি দু'টি প্যানটোন কিউরেটেড কালার অপশনে উপলব্ধ হবে — মার্টিনি অলিভ এবং কার্বন। ডিভাইসটির ভারতীয় সংস্করণে গ্লোবাল ভার্সনের মতো স্পেসিফিকেশন ও হার্ডওয়্যার থাকবে বলে আশা করা যায়।