Photo Credit: Twitter / @evleaks
শীঘ্রই বাজারে আসবে Nokia 1.3। এন্ট্রি লেভেল সেগমেন্টে এই ফোন নিয়ে আসবে HMD Global। অনেকেই বলছেন বৃহস্পতিবারেই এই ফোন বাজারে আসতে পারে। সেই খবর সত্যি হলে লঞ্চের কয়েক ঘণ্টা আগে Nokia 1.3 -র ছবি সামনে এল। করোনাভাইরাসের কারণে আগামীকাল এক অনলাইন ইভেন্ট থেকে একাধিক স্মার্টফোন লঞ্চ করতে পারে ফিনল্যান্ডের কোম্পানিটি।
সম্প্রতি টুইটারে ইভান ব্লাস Nokia 1.3 -র ছবি ফাঁস করে দিয়েছেন। ছবিতে সামনে ও পিছন থেকে এই ফোন দেখা গিয়েছে। এই ফোনে একটি ওয়াটার ড্রপ স্টাইল নচ থাকবে। ফোনের পিছনে একটি মাত্র ক্যামেরা থাকবে। সঙ্গে থাকবে এলইডি ফ্ল্যাশ। যদিও এই ফোন থেকে বাদ গিয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Nokia 1.3 -র ডান দিকে থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট। ফোনের উপরে রয়েছে 3.5 মিমি অডিও জ্যাক। কালো রঙে এই ফোনের ছবি দেখা গিয়েছে।
চলতি বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস থেকে Nokia 1.3 লঞ্চের কথা শোনা গিয়েছিল। পরে করোনাভাইরাসের কারনে বছরের সবথেকে বড় মোবাইল ইভেন্ট বাতিল হয়েছিল। এই ফোনে থাকতে পারে 1GB RAM ও 8GB স্টোরেজ। ফোনের ভিতরে থাকতে পারে 4,000 mAh ব্যাটারি। Android Pie (Go Edition) অপারেটিং সিস্টেম সহ এই ফোন বাজারে আনতে পারে HMD Global।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন