কোন ফোনে কবে Android Pie আপডেট পৌঁছাবে সম্প্রতি সেই তালিকা প্রকাশ করেছে Nokia। তবে এই তালিকায় Nokia 2 ফোনের নাম নেই। এমনকি Nokia 2 ফোনে এখনও Android Oreo আপডেট পৌঁছায়নি। সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে শিঘ্রই এই ফোনে পৌঁছাবে Android 8.1 Oreo স্টেবেল আপডেট।
আরও পড়ুন: কবে ভারতে আসছে Redmi Note 7?
2017 সালে লঞ্চ হয়েছিল Nokia 2। লঞ্চের সময় এই ফোনে Android Nougat অপারেটিং সিস্টেম চলত। এর পরে 1GB RAM ডিভাইসের জন্য বিশেষ Android Go Edition লঞ্চ করেছিল Google। এই লঞ্চের ঠিক আগে Android সহ এই ফোন লঞ্চ হইয়েছিল। তাই Android Go Edition আপডেট পায়নি Nokia 2।
আরও পড়ুন: Jio অফার: লম্বা ভ্যালিডিটির দুটি নতুন প্ল্যান নিয়ে হাজির Jio
তবে Android Oreo আপারেটিং সিস্টেম চলার জন্য Nougat এর থেকে বেশি সিস্টেম মেমোরির প্রয়োজন হয়। তাই Nokia 2 ফোনে Android Oreo আপডেটের পরে কেমন পারফর্মেন্স পাওয়া যাবে তা নিয়ে সন্দিহান টেক গুরুরা।
আরও পড়ুন: Redmi Note 7 পায়ে লাগিয়ে চলছে স্কেটিং, তারপর . . .
নিজেদের বেশিরভাগ ফোনে লেটেস্ট Android আপডেট পাঠানোত জন্য সুনাম কুড়িয়েছে Nokia। তবে এই তালিকায় একটি ব্যাতিক্রম Nokia 2।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন