Nokia 6.1 Plus ফোনে Android 10 আপডেট পৌঁছতে শুরু করল। সম্প্রতি এই ঘোষণা করেছে HMD Global। Android 10 আপডেটের সাথেই এই ফোনে পৌঁছল 2019 সালের ডিসেম্বর মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ।
Nokia 6.1 Plus ফোনে সাম্প্রতিকতম আপডেটের সাইজ 1302.7 MB
Nokia 6.1 Plus ফোনে Android 10 আপডেট পৌঁছতে শুরু করল। সম্প্রতি এই ঘোষণা করেছে HMD Global। Android 10 আপডেটের সাথেই এই ফোনে পৌঁছল 2019 সালের ডিসেম্বর মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ। একই সাথে Nokia 6.1 Plus ফোনে হাজির হয়েছে ডার্ক মোড, জেসচার নেভিগেশন আর স্মার্ট রিপ্লাই। 2019 সালে Nokia 7.1, Nokia 6.1 আর Nokia 9 Pureview ফোনে Android 10 আপডেট পৌঁছেছিল। এবার Nokia 6.1 Plus ফোনে লেটেস্ট অপারেটিং সিস্টেম পাঠাল HMD Global।
সম্প্রতি ট্যুইটারে Nokia 6.1 Plus ফোনে Android 10 আপডেট পাঠানোর ঘোষণা করেছে HMD Global। ধাপে ধাপে শীঘ্রই সব Nokia 6.1 Plus ফোনে এই আপডেট পৌঁছবে। Settings > About Phone > System updates > Check for update থেকে এই আপডেট ইন্সটল করা যাবে। Nokia 6.1 Plus ফোনে সাম্প্রতিকতম আপডেটের সাইজ 1302.7 MB।
Nokia 6.1 Plus ছাড়াও চলতি বছর মার্চ মাসের আগে Nokia 2.2, Nokia 3.1 Plus, Nokia 3.2 আর Nokia 4.2 ফোনে Android 10 পৌঁছে যাবে। বছর শেষে Nokia 1 Plus, Nokia 5.1 Plus আর Nokia 8 Sirocco ফোনেও এই আপডেট পাঠাবে HMD Global। এছাড়াও Nokia 2.1, Nokia 3.1, Nokia 5.1 আর Nokia 1 ফোনে পৌঁছে যাবে Android 10।
আরও পড়ুন:
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Find X9, Oppo Find X9 Pro Go on Sale in India for the First Time Today: See Price, Offers, Availability