Lunar Eclipse 2020: 10 জানুয়ারি নতুন দশকের প্রথম চন্দ্রগ্রহণ হবে। গোটা ভারত থেকেই এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। ভারত ছাড়াও এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বেশিরভাগ জায়গা থেকে দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ।
Lunar Eclipse 2020: শুক্রবার আংশিক চন্দ্রগ্রহণের সাক্ষী থাকবেন বিশ্ববাসী
10 জানুয়ারি নতুন দশকের প্রথম চন্দ্রগ্রহণ হবে। গোটা ভারত থেকেই এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। ভারত ছাড়াও এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বেশিরভাগ জায়গা থেকে দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। 4 ঘণ্টা 5 মিনিট এই গ্রহণ চলবে। শুক্রবার আংশিক চন্দ্রগ্রহণের সাক্ষী থাকবেন বিশ্ববাসী। আংশিক গ্রহণে নির্দিষ্ট পরিমাণ সূর্যের আলো পৃথিবী টপকে চান্দ্রপৃষ্ঠে পড়বে। বছরের প্রথম চন্দ্রগ্রহণের সময় 4 ঘণ্টার কিছু বেশি সময় ধরে চাঁদের উপরে ছায়া ধীরে ধীরে সরতে থাকবে। চন্দ্রগ্রহণের চরম মুহূর্তে পৃথিবীর ছায়ায় চন্দ্রপৃষ্ঠের 90 শতাংশ ঢেকে যাবে। এই সময় অন্যান্য দিনের থেকে চাঁদের ঔজ্জ্বল্য অনেকটা কমে যাবে। 10 জানুয়ারি ছাড়াও 2020 সালে 5 জুন, 5 জুলাই ও 30 নভেম্বর চন্দ্রগ্রহণ দেখা যাবে।
সূর্য ও চাঁদের মধ্যে থেকে একই সরলরেখায় পৃথিবী এলে চন্দ্রগ্রহণ হয়। আংশিক গ্রহণে নির্দিষ্ট পরিমাণ সূর্যের আলো পৃথিবী টপকে চান্দ্রপৃষ্ঠে পড়বে। বছরের প্রথম গ্রহণের সময় 4 ঘণ্টার কিছু বেশি সময় ধরে চাঁদের উপরে ছায়া ধীরে ধীরে সরতে থাকবে। গ্রহণের চরম মুহূর্তে পৃথিবীর ছায়ায় চন্দ্রপৃষ্ঠের 90 শতাংশ ঢেকে যাবে। এই সময় অন্যান্য দিনের থেকে চাঁদের ঔজ্জ্বল্য অনেকটা কমে যাবে। 10 জানুয়ারি ছাড়াও 2020 সালে 5 জুন, 5 জুলাই ও 30 নভেম্বর চন্দ্রগ্রহণ দেখা যাবে।
2020 সালের 10 জানুয়ারি আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। শুক্রবার ভারতীয় সময় রাত 10টা 37মিনিটে গ্রহণ শুরু হবে। গ্রহণ শেষ হবে 11 জানুয়ারি রাত 2টো 42মিনিটে।
ভারত সহ গোটা এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ার বেশিরভাগ অংশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে
ভারত থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। এছাড়াও এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়া থেকে এই গ্রহণ দেখা যাবে। অনলাইনেও এই চন্দ্রগ্রহণ সরাসরি দেখা যাবে। শুক্রবারের চন্দ্রগ্রহণ অনলাইনে সরাসরি দেখতে গ্রহণ শুরুর পরে নীচের প্লে বাটনে ক্লিক করুন।
সূর্যগ্রহণ দেখার জন্য বিশেষ চশমা ব্যবহার হলেও খালি চোখেই চন্দ্রগ্রহণ দেখা সম্ভব। এই জন্য বিশেষ প্রস্তুতির প্রয়োজন নেই।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Blue Origin Joins SpaceX in Orbital Booster Reuse Era With New Glenn’s Successful Launch and Landing
AI-Assisted Study Finds No Evidence of Liquid Water in Mars’ Seasonal Dark Streaks