3GB RAM + 32GB স্টোরেজে Nokia 6.1 এর দাম 6,999 টাকা। অন্যদিকে 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 9,999 টাকা। গত বছর লঞ্চের সময় এই ফোনের বেস ভেরিয়েন্টের দাম ছিল 16,999 টাকা।
2018 সালের এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল Nokia 6.1
আরও সস্তা হল Nokia 6.1। ভারতে মাত্র 6,999 টাকা থেকে এই স্মার্টফোন পাওয়া যাচ্ছে। 2018 সালের এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। 3GB RAM + 32GB স্টোরেজ আর 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যায়। Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হওয়া এই ফোনে রয়েছে FHD+ ডিসপ্লে আর Snapdragon 630 চিপসেট।
3GB RAM + 32GB স্টোরেজে Nokia 6.1 এর দাম 6,999 টাকা। অন্যদিকে 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 9,999 টাকা। গত বছর লঞ্চের সময় এই ফোনের বেস ভেরিয়েন্টের দাম ছিল 16,999 টাকা।
Nokia 6.1 ফোনে রয়েছে 5.5 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 630 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Nokia 6.1 ফোনে রয়েছে 16 মেগাপিক্সেল রিয়ার সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। কানেক্টিভিটির জন্য Nokia 6.1 ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, এফ এম রেডিও, USB Type-C (v2.0) আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 3,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Realme 16 Pro Chipset, Battery, and More Revealed Ahead of January 6 India Launch: See Expected Specs
GTA: Tokyo 'Almost Happened', GTA 6 'Probably' Won't Be $100, Says Former Rockstar Technical Director