এখনও লঞ্চ হয়নি Nokia 8.1। লঞ্চের আগেই Google সাপোর্টেড ডিভাইসের তালিকায় দেখা গিয়েছে এই ফোন। সম্প্রতি এক বেঞ্চমার্ক ওয়েবসাইট থেকে জানা গিয়েছে নতুন Nokia 8.1 ফোনে থাকবে Snapdragon 710 চিপসেট, 4GB RAM আর Android 9.0 Pie অপারেটিং সিস্টেম।
গত মাসে চিনে লঞ্চ হওয়া Nokia X7 ফোনটি বিশ্ব বাজারে Nokia 7.1 Plus নামে লঞ্চ হওয়ার কথা ছিল। এখন নতুন রিপোর্টে জানা গিয়েছে বিশ্ব বাজারে এই ফোন Nokia 8.1 নামে লঞ্চ হবে। চীনের বাইরে যে দেশগুলিতে এই ফোন লঞ্চ হবে তার মধ্যেই অন্যতম ভারত। লঞ্চের আগেই ভারতে Nokia 8.1 ফোনের দাম জানা গেল।
ভারতে Nokia 8.1 ফোনের দাম
ভারতে 23,999 টাকা থেকে Nokia 8.1 ফোনের দাম শুরু হবে। চিনে 4GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টের Nokia X7 কিনতে খরচ হবে 1699 ইউয়ান (প্রায় 18,000 টাকা)। 6GB RAM64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 1999 টাকা (প্রায় 21,200 টাকা)। আর 6GB RAM+128GB স্টোরেজ কিনতে খরচ হবে 2499 ইউয়ান (প্রায় 26,500 টাকা)।
Nokia 8.1 স্পেসিফিকেশান (প্রত্যাশিত)
ডুয়াল সিম ও ডুয়াল VoLTE Nokia 8.1 এ Android Oreo অপারেটিং সিস্টেম চলবে। Nokia 8.1 এ রয়েছে একটি 6.18 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 710 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ। 6000 সিরিজ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরী হয়েছে Nokia 8.1 ফোনের বডি।
Nokia 8.1 এ রয়েছে 12MP+13MP ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারে রয়েছে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। ফোনের সামনে থাকছে 20MP সেলফি ক্যামেরা।
কানেন্টিভিটির জন্য Nokia 8.1 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac সাথে VoWiFi, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, BeiDou, FM রেডিও, USB Type-C পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Nokia 8.1 এ রয়েছে 3500 mAh ব্যাটারি, সাথে থাকছে ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন