সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে Nokia X7। চিনের বাইরে Nokia 7.1 Plus নামে বাজারে আসবে এই ফোন। মঙ্গলবার চিনে এক ইভেন্টে নতুন এই স্মার্টফোন লঞ্চ করেছে HMD Global। চিনে Nokia X সিরিজের অন্য সব ফোনের মতোই Nokia X7 ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। এছাড়াও থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা আর রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
চিনে 4GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টের Nokia X7 কিনতে খরচ হবে 1699 ইউয়ান (প্রায় 18,000 টাকা)। 6GB RAM64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 1999 টাকা (প্রায় 21,200 টাকা)। আর 6GB RAM+128GB স্টোরেজ কিনতে খরচ হবে 2499 ইউয়ান (প্রায় 26,500 টাকা)।
ডুয়াল সিম ও ডুয়াল VoLTE Nokia X7 এ Android Oreo অপারেটিং সিস্টেম চলবে। Nokia X7 এ রয়েছে একটি 6.18 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 710 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ। 6000 সিরিজ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরী হয়েছে Nokia X7 ফোনের বডি।
Nokia X7 এ রয়েছে 12MP+13MP ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারে রয়েছে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। ফোনের সামনে থাকছে 20MP সেলফি ক্যামেরা।
কানেন্টিভিটির জন্য Nokia X7 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac সাথে VoWiFi, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, BeiDou, FM রেডিও, USB Type-C পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Nokia X7 এ রয়েছে 3500 mAh ব্যাটারি, সাথে থাকছে ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন